রোনালদোদের আজ কঠিন পরীক্ষা

প্রকাশ | ০৭ আগস্ট ২০২০, ১৭:৩০

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

সিরি ‘আ’ জিতলেও ক্রিশ্চিয়ানো রোনালদোদের আসল পরীক্ষা চ্যাম্পিয়ন্স লিগে। জুভেন্টাসে মাউরিসিও সারির ভবিষ্যৎও ঠিক হবে ইউরোপের সেরা টুর্নামেন্টেই। আপাতত তুরিনের ক্লাবের চ্যালেঞ্জ, নিজেদের মাঠে লিওঁকে হারানো। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে আজ বাংলাদেশ সময় রাত একটায় মুখোমুখি হবে জুভেন্টাস-লিওঁ।

প্রথম লেগে রোনালদোরা ০-১ গোলে হেরেছেন। জুভেন্টাসের চাপ মারাত্মক! সাম্পদোরিয়াকে হারিয়ে টানা ৯ বার সিরি ‘আ’ জয়ের পরে টানা দুটি ম্যাচে হেরে পাওলো দিবালারা খেলতে নামবেন। অবশ্য রোনালদোকে দেখে চাপে আছেন, বোঝার উপায় নেই।

বৃহস্পতিবারই তিনি বাচ্চাদের নিয়ে ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘ভালবাসার অনুভূতি উপলব্ধি করছি।’ উদ্বিগ্ন ম্যানেজার সারি যদিও বলেছেন, ‘পিএসজির সঙ্গে ফাইনালে লিওঁর ফুটবলারদের শারীরিক সক্ষমতা দেখে চমকে গিয়েছি।’

প্রথম লেগে কেন হেরেছিল জুভেন্টাস? জবাব, ‘চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচের কিছু সময় ভাল খেললে চলে না।’ তিনি মজা করে বলেছেন,, ‘ক্রিশ্চিয়ানোরা চ্যাম্পিয়ন হলে লোকে মানবে, আমার মতো অপয়াকেও ওরা সেরা কোচ করতে পারে!’

(ঢাকাটাইমস/৭ আগস্ট/এসইউএল)