নড়াইলে করোনা উপসর্গে চিকিৎসকের মৃত্যু

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ আগস্ট ২০২০, ১৯:২১

জ্বর, শ্বাসকষ্টসহ করোনা অন্যান্য উপসর্গে নড়াইলের গোবরা উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ইয়ানুর হোসেনের (৩৭) মৃত্যু হয়েছে। তার বাড়ি নড়াইল শহর সংলগ্ন আউড়িয়া গ্রামে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মশিউর রহমান বাবু জানান, বৃহস্পতিবার দুপুরে ড. ইয়ানুর শাসকষ্ট ও জ্বর নিয়ে সদর হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাতে সেখানে তার মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পেলে তিনি করোনা পজিটিভ ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যাবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ইয়ানুর হোসেন নড়াইল পৌর এলাকার মাছিমদিয়ায় স্ত্রী এবং শিশু সন্তান মাহামুদুল হাসানকে নিয়ে বসবাস করতেন। শুক্রবার সকাল ১০টার দিকে জানাজা শেষে নড়াইল পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

(ঢাকাটাইমস/৭আগস্ট/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :