তেতুঁলিয়ায় স্কুলছাত্রীর ‘আত্মহত্যা’

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ আগস্ট ২০২০, ২০:২৪

পঞ্চগড়ের তেতুঁলিয়ায় গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে বিথী আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রী ‘আত্মহত্যা’ করেছে। শুক্রবার সকালে উপজেলার শালবাহান ইউনিয়নের দানাগছ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত বিথী আক্তার ওই এলাকার নুর ইসলামের মেয়ে। সে স্থানীয় ভিপি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের বাবা নুর ইসলাম জানান, কয়েকদিন ধরে বিথীর মানসিক অবস্থা ভালো ছিল না। সবসময় মন খারাপ করে থাকত। সকালে বাড়ির বাইরে কাজ করছিলেন নুর ইসলাম। এসময বিথীকে না তার বড় বোন তাকে খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে পাশের বাড়ির সাইফুল ইসলামের ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় বিথীকে দেখে তার বড় বোন চিৎকার দেয়। চিৎকার শুনে দৌঁড়ে গিয়ে সেখান থেকে বিথীকে দ্রুত নামান তার বাবা। তখনও বিথি জীবিত ছিল। পরে স্থানীয় এক পল্লী চিকিৎসক ডেকে নিয়ে আসা হয়। চিকিৎসক এসে বিথিকে মৃত ঘোষণা করেন।

নুর ইসলাম বলেন, ‘মেয়েটি আমার কেন এবং কিভাবে এমন করলো বুঝতে পারছি না।’

এ বিষয়ে তেতুঁলিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা হয়েছে। তবে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/৭আগস্ট/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :