পুলিশের সহযোগিতায় শিশু ফিরল মায়ের কোলে

প্রকাশ | ০৭ আগস্ট ২০২০, ২২:১৭ | আপডেট: ০৭ আগস্ট ২০২০, ২২:৫২

ময়মনসিংহ ব্যুরো, ঢাকাটাইমস

সামান্য কিছু টাকার বিনিময়ে মায়ের অনুমতি ছাড়াই নিজের আড়াই মাসের শিশুকে দত্তক দিয়ে দেন ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার রৌয়ারচরের বাসিন্দা লিটন মিয়া। এ ঘটনায় শিশুটির মা গত ৫ আগস্ট মুক্তাগাছা থানায় একটি জিডি করেন।  এরপর মুক্তাগাছা থানা পুলিশ ৭ আগস্ট রিয়া মনি নামে ওই শিশুকে তার মায়ের কোলে তুলে দেয়।

পুলিশ জানায়, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার একটি প্রত্যন্ত গ্রামে শিশুটিকে দত্তক দেওয়া হয়েছিল। শিশুটির মা জিডি করলে থানার এসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে একটি টিম সেখান থেকে ৬ আগস্ট রাতে শিশুটিকে উদ্ধার করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, ‘শিশুটির মা দত্তকের বিষয়টি বুঝতে পেরে আমাদের কাছে ছুটে এলে তাৎক্ষণিক শ্রদ্ধেয় পুলিশ সুপার মহোদয় এবং সার্কেল স্যারকে জানা্‌ই। এরপর বিষয়টিকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে মাঠে নামি। সন্ধান করতে থাকি শিশুটির। অবশেষে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কোলে তুলে দেই।’

(ঢাকাটাইমস/৭আগস্ট/পিএল)