পোর্ট লুইসে শেখ কামালের জন্মদিন পালন

প্রকাশ | ০৭ আগস্ট ২০২০, ২৩:১৫

ঢাকাটাইমস ডেস্ক

মুজিব বর্ষ উপলক্ষে মরিশাসস্থ বাংলাদেশ হাইকমিশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭১তম জন্মদিন আনন্দমুখর পরিবেশে পালন করেছে। এ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের  আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের, কোভিড-১৯ এ মৃত্যুবরণকারী ব্যক্তিদের আত্মার মাগফিরাত এবং অসুস্থ সবার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।  মোনাজাত পরিচালনা করেন মিশনের কাউন্সেলর (কন্স্যুলার) আনিসুর রহমান।

আলোচনা সভার শুরুতে শেখ কামালের বর্ণাঢ্য জীবনের উপর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক নির্মিত ভিডিও প্রদর্শন করা হয় এবং যা হাইকমিশনের অফিশিয়াল ফেইজবুক পেইজেও আপলোড করা হয়েছে। অনুষ্ঠান পরিচালনা করেন কাউন্সেলর (শ্রম) ও দূতালয় প্রধান অহিদুল ইসলাম।

মান্যবর হাইকমিশনার রেজিনা আহমেদ শেখ কামালের বর্নাঢ্য জীবনের বর্ণনা দিতে গিয়ে বলেন যে, শেখ কামাল ছিলেন বঙ্গবন্ধুর আদর্শে বলীয়ান এক অসাধারণ তরুণ। তিনি দেশ মাতৃকার ডাকে সাড়া দিয়ে যোগ দেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে এবং হয়ে ওঠেন মুক্তিবাহিনীর অন্যতম সংগঠক। স্বাধীনতা যুদ্ধের সময় তিনি মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর প্রধান মুহম্মদ আতাউল গতি ওসমানীর এডিসি হিসেবে কাজ করেন।

ছোট বেলা থেকেই শেখ কামালের খেলাধুলার প্রতি প্রচন্ড আগ্রহ ছিল । ক্রীড়ানুরাগী হিসেবে তাঁর যথেষ্ঠ সুনাম রয়েছে এবং অতি অল্প সময়ে তিনি বাংলাদেশের ক্রীড়া অঙ্গনের প্রভূত অবদান রাখতে পেরেছিলেন। তিনিই ছিলেন ‘আবাহনী ক্রীড়া চক্র’র প্রতিষ্ঠাতা। ক্রীড়াঅন্তপ্রাণ শেখ কামাল ক্লাবে ফুটবল ও ক্রিকেট খেলোয়াড় সৃষ্টি, বাছাই এবং অনুশীলনের জন্য বিদেশ থেকে প্রশিক্ষক নিয়ে এসেছিলেন। সঙ্গীত এবং নাট্যকলার প্রতিও তার ছিলো অদম্য আগ্রহ। তিনি ঢাকা থিয়েটার ও স্পন্দন ব্যান্ড দলের প্রতিষ্ঠাতা ছিলেন।  

ক্রীড়াপ্রেমী শেখ কামালের স্মরণে উপস্থিত বাংলাদেশিদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সবশেষে শেখ কামালের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি কর্তৃক নিবেদিত শেখ কামালের জন্মদিন উপলক্ষে বিশেষ প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়। অতিথিদেরকে বাংলাদেশি খাবার দ্বারা আপ্যায়ন করা হয়। -বিজ্ঞপ্তি

(ঢাকাটাইমস/৭আগস্ট/কেএম)