ঘুমকাতুরে বাইডেন জিতলে খুশি হবে চীন: ট্রাম্প

প্রকাশ | ০৮ আগস্ট ২০২০, ১৫:১১

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে ঘুমকাতুরে বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি বলেন, 'আমি বাইডেনের কাছে হারলে খুশি হবে চীন'। খবর এনডিটিভির।

শুক্রবার নিউ জার্সিতে তিনি সাংবাদিকদের বলেন, 'চীন যদি দেখে ঘুমকাতুরে জো বাইডেনের কাছে ট্রাম্প হেরে গিয়েছে, তাহলে খুব খুশি হবে। তারা স্বপ্ন দেখে, একদিন আমেরিকা দখল করে নেবে। জো বাইডেন যদি প্রেসিডেন্ট হন, চীন আমাদের দেশ শাসন করবে।'

ইরান প্রসঙ্গে ট্রাম্প বলেন, 'আমি যদি ভোটে জয়ী হই, খুব দ্রুত ইরানের সঙ্গে চুক্তি করে ফেলব'। উত্তর কোরিয়া প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা জিতলে উত্তর কোরিয়ার সঙ্গেও দ্রুত চুক্তি করে ফেলব। আমরা যদি ২০১৬ সালের ভোটে না জিততাম, তা হলে উত্তর কোরিয়ার সঙ্গে আমাদের যুদ্ধ বাধত।'

ট্রাম্পের মতে, চীন আমেরিকার ভোটে নাক গলাতে চায়। ব্যাপারটা খুবই বিপজ্জনক। তার কথায়, 'আপনারা কি মনে করেন, চীনই আমাদের সামনে সবচেয়ে বড় বিপদ? আমি নিজে তাই মনে করি। ভোটে মেইল ইন ব্যালটগুলো নিয়ে চিন্তার যথেষ্ট কারণ আছে। কারণ রাশিয়া, চীন, ইরান বা উত্তর কোরিয়ার মতো বিদেশি শক্তি সহজেই মেইল ইন ব্যালট জাল করতে পারে।'

যুক্তরাষ্ট্র একসময় অভিযোগ করেছিল, চীন ইচ্ছা করে করোনাভাইরাস ছড়িয়েছে। চীনকে সমর্থন করার অভিযোগ তুলে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দেওয়া ফান্ডও বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন।

অন্যদিকে চীনের তরফে এত আগ্রাসী ভূমিকা না নেওয়া হলেও যুক্তরাষ্ট্রের পাল্টা দাবি করে তারা জানিয়েছে, তাদের দেশে আসা মার্কিন কিছু সেনা জওয়ানের থেকেই প্রথম এই ভাইরাস ছড়িয়েছিল। নিজেদের উপর ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে শি জিংপিং সরকার।

ঢাকা টাইমস/০৮আগস্ট/একে