ভারতের সঙ্গে সম্পর্ক নাড়ির, চীনের সঙ্গে অর্থনৈতিক: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ | ০৮ আগস্ট ২০২০, ১৬:৫৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বাংলাদেশের সঙ্গে ভারত ও চীনের সম্পর্কের ব্যাখ্যা দিতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, ‘ভারতের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক এবং চীনের সঙ্গে আমাদের অর্থনৈতিক সম্পর্ক।’

শনিবার মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘সম্প্রতি চীন আমাদের দেশের আট হাজারেরও বেশি পণ্য শুল্কমুক্ত প্রবেশের অনুমতি দিয়েছে। এটা আমাদের জন্য বড় পাওয়া। এ নিয়ে ভারতের সাথে আমাদের সাথে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না।’

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক প্রসঙ্গে মোমেন বলেন, ‘প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে আমাদের নাড়ির সম্পর্ক। স্বাধীনতা যুদ্ধে ভারতের সহযোগিতা রক্তের সম্পর্ক সৃষ্টি করেছে।’

আগামী বছর দুই দেশে সম্পর্কের ৫০ বছর পূর্তি উৎসব করবে বলেও জানান মোমেন।

চীনের সঙ্গে সম্পর্কের ব্যাখায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতের সাথেও যেমন আমাদের বাণিজ্যিক সম্পর্ক আছে তেমনি চীনের সাথেও আছে। ইতিমধ্যে চীন আমাদের দেশে বেশ কয়েকটি প্রকল্প নিয়ে কাজ করছে। এক্ষেত্রে চীন-ভারত উত্তেজনায় বাংলাদেশ ভারতের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। আমরা সবাই মিলে যৌথভাবে কাজ করবো।’

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুবর রহমানের খুনিদের অনুসন্ধানে সহায়তার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর পাঁচ জন পলাতক খুনির মধ্যে দুজনের অবস্থান আমরা জানি; একজন যুক্তরাষ্ট্রে এবং একজন কানাডায় অবস্থান করছে। তাদের ফেরত আনার জন্য সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অবশিষ্ট তিনজন খুনির অবস্থান আমরা এখনো জানি না। তাদের অনুসন্ধান করার জন্য ইতিমধ্যে বাংলাদেশের সকল বৈদেশিক মিশনকে নির্দেশ দেয়া হয়েছে।’

এ সময় বঙ্গবন্ধুর খুনিদের বিষয়ে তথ্য দিয়ে সরকারকে সহায়তার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী।

(ঢাকাটাইমস/০৮আগস্ট/এনআই/জেবি)