ছড়াকার জয়নাল আবেদীনের ইন্তেকাল

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ০৮ আগস্ট ২০২০, ১৭:১৫

ছড়াকার জয়নাল আবেদীন (৬৯) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। শনিবার বিকাল ৫টার দিকে ঢাকার শেরেবাংলা নগর এলাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে মারা যান। এর আগে প্রায় এক মাস তিনি জাতীয় কিডনি ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রবিবার ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় তার প্রতিষ্ঠিত দরবারে দাফনের কথা রয়েছে।

জয়নাল আবেদীন আশির দশকে তৎকালীন বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় লেখালেখি শুরু করেন। অল্প সময়ে তরুণ ছড়াকার হিসেবে তিনি খ্যাতি অর্জন করেন। তার রচিত ছড়ার প্রথম ছড়ার বই ‘দীপুমনির টাট্টু ঘোড়া’। তার দ্বিতীয় ছড়ার বই ‘ভুতু’ ২০১৯ সালে বের হয়। ১৯৮৮ সালে ছড়া সাহিত্যে ঢাকা সিটি পুরস্কার পান।

ছড়াকার জয়নাল আবেদীন নব্বইয়ের দশক থেকে গীতি কবিতায় মনোনিবেশ করেন। তখন থেকে তিনি সুফিবাদী গান রচনা শুরু করেন। বিভিন্ন লোক সঙ্গীত শিল্পীর কণ্ঠে তার লেখা গানের প্রায় ১৭টি অ্যালবাম বাজারে রয়েছে। জয়নাল আবেদীন শরীয়তপুরের সুরেশ্বর দরবারের মুরিদ ও খলিফা ছিলেন।

মৃত্যুকালে তিনি তিন পুত্র, এক কন্যা, এক নাতি, চার নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

ছড়াকার জয়নাল আবেদিন ১৯৫১ সালে ফরিদপুরের সদরপুর উপজেলার খলিফাকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন।

(ঢাকাটাইমস/৮আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :