বেপরোয়া বাস কেড়ে নিল সাত অটোযাত্রীর প্রাণ

ময়মনসিংহ ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ আগস্ট ২০২০, ২০:১০ | প্রকাশিত : ০৮ আগস্ট ২০২০, ১৭:৫০

ময়মনসিংহের মুক্তাগাছায় একটি বেপরোয়া বাসের চাপায় মারা গেছেন অটোরিকশার সাত যাত্রী।

শনিবার বিকাল পৌনে চারটার দিকে ময়মনসিংহ-জামালপুর মহাসড়কের মুক্তাগাছা উপজেলার মানকোন ভোটঘর এলাকার কাছে রায়থোরায় এই দুর্ঘটনা ঘটে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

নিহতের মধ্যে দুজন নারী ও পাঁচজন পুরুষ। এরমধ্যে একই পরিবারের তিনজন। নিহতরা হলেন, মুক্তাগাছার শ্রীরামবাড়ির বাসিন্দা সিএনজির চালক আলাদুল (৩৮), মুক্তাগাছার মলাজানীর বাসিন্দা নজরুল ইসলাম (৩৫) । টাঙ্গাইলের মধুপুর উপজেলার নয়পাড়ার বাসিন্দা একই পরিবারের নুর ইসলাম (৩০), তার স্ত্রী তাসলিমা (২৬) ও মেয়ে লিজা (১৩)। বাকি দুজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, জামালপুরগামী রাজীব পরিবহনের বেপরোয়া বাসটির ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি। এতে ঘটনাস্থলে মারা যান চারজন। বাকি তিনজন হাসপাতালে নেয়ার পথে মারা যান। অটোরিকশাটিতে চালকসহ সাতজন যাত্রী ছিলেন।

পুলিশ বাসটির চালক কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে । চালক পিরোজপুরের নাজিরপুরের বাসিন্দা । বাস ও সিএনজি জব্দ করে থানায় আনা হয়েছে ।

মুক্তাগাছা থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, লাশের ময়নাতদন্ত ও মামলার প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/০৮আগস্ট/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :