কক্সবাজারের এসপির ফোনালাপ যাচাই করছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ আগস্ট ২০২০, ২০:৫৪ | প্রকাশিত : ০৮ আগস্ট ২০২০, ২০:০৪

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে গুলি করে হত্যার ঘটনায় ফাঁস হওয়া কক্সবাজারের এসপির ফোনালাপ যাচাই-বাছাই ও পর্যালোচনা চলছে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার সন্ধ্যায় বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ ঢাকা টাইমসকে এই তথ্য জানান। তিনি বলেন, 'গণমাধ্যমের মাধ্যমে এসপির কথোপকথন র‌্যাবের নজরে এসেছে। এই ফোনালাপের বিষয়টি যাচাই-বাছাই ও পর্যালোচনার পরিপেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'

গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকায় চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা রাশেদ খান। ঘটনার পর অভিযুক্ত পুলিশের এসআই লিয়াকতের সঙ্গে কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের একটি ফোনালাপ গণমাধ্যমে প্রচার হয়েছে। সেখানে এসপি এই ঘটনা আড়াল করতে গণমাধ্যমকে কী বলতে হবে তা এসআইকে শিখিয়ে দেন।

র‌্যাবের প্রতি গণমানুষের আস্থা আছে, সর্বোপরি সেই জায়গা থেকে র‌্যাব সম্পূর্ণ নিরপেক্ষভাবে প্রভাবমুক্ত হয়ে মামলাটির তদন্ত কাজ পরিচালনা করবে বলে জানান এই কর্মকর্তা। তিনি বলেন, ‘স্পষ্ট করে বলতে চাই, এই মামলার তদন্ত নিরপেক্ষভাবে শেষ করে প্রকৃত অপরাধীদের শনাক্ত এবং তাদের আইনের আওতায় সোপর্দ করা আমাদের মুখ্য উদ্দেশ্য।’

নিহতের মেজরের সঙ্গে থেকে যারা ভিকটিম হয়েছেন এবং ল্যাপটপ ও হার্ডডিস্ক খোয়া যাওয়ার ঘটনায় র‌্যাব কী ব্যবস্থা নেবে এমন প্রশ্নে আশিক বিল্লাহ বলেন, 'এই ঘটনায় দুটি মামলা হয়েছে। যেখানে নিহত মেজরের সঙ্গে থাকা সাহেদুল ইসলাম সিফাত এবং শিপ্রা দেবনাথের মামলায় দুজন আইনজীবী নিয়োগ করা হয়েছে। আইনজীবীরা তাদের জামিনের আবেদন করবেন এবং মামলার প্রয়োজনে দুজনকে র‌্যাব জিজ্ঞাসাবাদ করবে। কারণ মেজর সিনহার বোনের করা মামলায় সিফাত একজন গুরুত্বপূর্ণ সাক্ষী। এছাড়া খোয়া যাওয়া জিনিস উদ্ধারের বিষয়টি দেখবেন তদন্ত কর্মকর্তা।'

নিহত মেজরের বোন বাদী হয়ে যে মামলা করেছেন সেখানে নয়জনকে আসামি করা হয়েছে। কিন্তু জেলহাজতে রয়েছেন সাতজন। বাকি দুজনের বিষয় র‌্যাব কী অনুসন্ধান করছে জানতে চাইলে লে. কর্নেল আশিক বিল্লাহ বলেন, 'আমরা সাতজনের নাম জানতে পেরেছি। বাকি দুজনের নাম আমরা পাইনি। আর বাহারছড়া ক্যাম্পে বাদীর করা মামলায় যে দুই নাম আছে, এই নামে কোনো পুলিশ সদস্য নেই। তদন্ত করে তাদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।'

এই ঘটনায় র‌্যাব কোন কোন বিষয় নিয়ে তদন্ত করবে জানতে চাইলে বাহিনীটির মুখপাত্র বলেন, 'এটা একটি স্পর্শকাতর মামলা। পাশাপাশি গণমাধ্যমে যে বিষয়গুলো এসেছে সব বিষয় সমন্বিত আকারে কাজ করা হবে। বিশেষ করে হত্যাকাণ্ডের মূল মোটিভ কী ছিল, কোন কোন ব্যক্তি নির্দিষ্টভাবে দায়ী তদন্তে এই বিষয়গুলো নিয়ে র‌্যাব কাজ করবে।'

আশিক বিল্লাহ বলেন, ‘র‌্যাব এখনো মামলার বাদীদের হেফাজতে নেয়নি। আগামীকাল তাদেরকে পর্যায়ক্রমে হেফাজতে নেয়া হতে পারে বলে প্রত্যাশা করছি। এরপরই বিস্তারিত আরও তথ্য দেয়া সম্ভব হবে।’

আলোচিত এই ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি বাহারছড়া ফাঁড়ির দায়িত্বরত পুলিশ ইন্সপেক্টর লিয়াকত। আর দুই নম্বর আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ। ইতিমধ্যে ওসি প্রদীপসহ আত্মসমর্পণ করে সাতজন বৃহস্পতিবার কারাগারে গেছেন। তাদের মধ্যে তিনজনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আর বাকি চারজনকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে। আদালতের নির্দেশে মামলাটির তদন্তের দায়িত্ব পেয়েছে র‌্যাব।

(ঢাকাটাইমস/০৮আগস্ট/এসএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

অনলাইন নিউজপোর্টালের বিজ্ঞাপন নীতিমালা বাস্তবায়ন হবে: তথ্য প্রতিমন্ত্রী

ঐতিহাসিক মুজিবনগর দিবস বুধবার

বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির

দাবদাহের মধ্যে বৈশাখের প্রথম ঝড়ে সিক্ত রাজধানী

বাংলাদেশের সমৃদ্ধির সহায়তায় দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ যুক্তরাষ্ট্র: পিটার হাস

ভোজ্যতেলে পূর্বের দামে ফিরে যাওয়ার সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী

সমৃদ্ধিতে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

সারাদেশে তাপপ্রবাহ, গরমের দাপট কমবে কবে? কী বলছে আবহাওয়া দপ্তর?

রহস্যে ঘেরা মুক্তিপণকাণ্ড!

সারাদেশে রেলসেবা ছড়িয়ে দিতে বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে: রেলমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :