ভোলায় কৃষককে অমানবিক নির্যাতন, অভিযুক্ত আটক

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ আগস্ট ২০২০, ২০:৩৭

জমি নিয়ে বিরোধের জেরে ভোলা সদর উপজেলায় এক কৃষককে গরুর খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে ফেসবুকে এ অমানবিক নির্যাতনের বিষয়টি ছড়িয়ে পড়ে। শনিবার সকালে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রশিদ মল্লিক নামে একজনকে আটক করে।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। নির্যাতনের শিকার মনসুর নামে ওই কৃষক জানান, সম্প্রতি জমি নিয়ে তার বোন জামাই রশিদ মল্লিকের সঙ্গে তার বিরোধ হলে গত ২৫ জুলাই তাকে ঘর থেকে ঢেকে নিয়ে যায়। এরপর প্রকাশ্যে তাকে গরুর খুঁটির সঙ্গে হাত-পা বেধে ঘন্টাব্যাপী অমানবিক নির্যাতন করে। এক পর্যায়ে তাকে গরুর গোবর খাইয়ে দেয়। প্রতিপক্ষ গ্রুপ প্রভাবশালী হওয়ায় এতোদিন ভয়ে তিনি মুখ খুলেননি।

এদিকে শুক্রবার নির্যাতনের ওই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে টনক নড়ে প্রশাসনের।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রর ভারপ্রাপ্ত এসআই রতন কুমার শীল এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। অন্যদেরকেও আটকে অভিযান চলছে।

(ঢাকাটাইমস/৮আগস্ট/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :