বঙ্গমাতার জন্মদিনে ঢাকা দক্ষিণ যুবলীগের নানা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ আগস্ট ২০২০, ২০:৪৯

স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের উদ্যোগে কোরআন তেলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিল এবং পরিচ্ছন্নতা কর্মী, দুস্থ ও অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ সাবেক কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন, মামুন-উর-রশিদ, বাবু সুব্রত পাল, আসাদুল হক আসাদ, ফরিদ উদ্দিন রতন (কাউন্সিলর-২০নং ওয়ার্ড), মিজানুর রহমান, শরিফুল ইসলাম দূর্জয়, রফিকুল ইসলাম, জহির উদ্দিন খসরু, এন আই আহমেদ সৈকত, মশিউর রহমান চপল, গোলাম কিবরিয়া শামীম, যুবলীগ উত্তর ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল (কাউন্সিলর), দক্ষিণ সহ-সভাপতি আহম্মদ উল্লা মধু, সোহরাব হোসেন স্বপন, আনোয়ার ইকবাল সান্টু, কামাল উদ্দিন খান, দ্বীন মোহাম্মদ খোকা, সৈয়দ আহমেদ, মাহবুবুর রহমান পলাশ, মোরসালিন আহমেদ, যুগ্ম-সম্পাদক জাফর আহমেদ রানা, ওমর ফারুক, যুবলীগ উত্তর যুগ্ম-সম্পাদক তাসভীরুল হক অনু,

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, মাকসুদুর রহমান, কাজী ইব্রাহিম খলিল মারুফ, উত্তর দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ, দক্ষিণ দপ্তর সম্পাদক এমদাদুল হক এমদাদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক ওমর শরিফ পলাশ, জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোক্তার হোসেন, উপ-দপ্তর সম্পাদক খন্দকার আরিফ উজ-জামান সহ কেন্দ্রীয়-মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতারা উপস্থিত ছিলেন।

কোরআন খানি, দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল হাকিম।

(ঢাকাটাইমস/০৮আগস্ট/কারই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

ডামি নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর জুলুম-নির্যাতনে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতা হাবিব কারাগারে

উপজেলা নির্বাচন সরকারের আরেকটা ‘ভাঁওতাবাজি': আমীর খসরু

বিচার না হওয়ায় চিকিৎসকদের ওপর হামলা বেড়েই চলছে: ড্যাব 

দেশের প্রতিটি গুমের পেছনে আওয়ামী লীগ সরকার দায়ী: রিজভী

এই বিভাগের সব খবর

শিরোনাম :