ব্রাজিলে করোনায় মৃত্যু লাখ ছাড়াল, আক্রান্ত ৩০ লাখ

প্রকাশ | ০৯ আগস্ট ২০২০, ০৮:৩২

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

করোনাভাইরাস মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের একটি ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩০ লাখ। করোনাভাইরাসে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ব্রাজিল।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত ব্রাজিলে করোনা আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ১৩ হাজার ৩৬৯। মৃত্যু হয়েছে এক লাখ ৫৪৩ জনের। আর এ পর্যন্ত ব্রাজিলে সুস্থ হয়ে উঠেছেন ২০ লাখ ৯৪ হাজার ২৯৩ জন।

গত একদিনে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৩০৫ জন এবং মৃত্যু হয়েছে ৮৪১ জনের।

করোনায় আক্রান্তের দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। করোনায় সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর সংখ্যা ৫১ লাখ ৪৯ হাজার ৭২৩ জন। যুক্তরাষ্ট্রে করোনার আঘাতে মৃত্যু হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৭০ জনের। করোনায় মোট মৃতের দিক থেকেও প্রথমে রয়েছে দেশটি। দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২৬ লাখ ৩৮ হাজার ৪৭০ জন।

প্রাণঘাতী ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। রবিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৯৮ লাখ ৩ হাজার ৩ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭ লাখ ২৯ হাজার ৫৬৮ জন। সুস্থ হয়েছেন এক কোটি ২৭ লাখ ২০ হাজার ২২৫ জন।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬১ হাজার ৭২৯ জন। মারা গেছেন ৫৬০৪ জন। একই সময়ে সুস্থ হয়েছেন পৌনে দুই লাখ মানুষ।

ঢাকা টাইমস/০৯আগস্ট/একে