ভারতে আরেক করোনা হাসপাতালে আগুন, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ০৯ আগস্ট ২০২০, ১২:৩৬ | প্রকাশিত : ০৯ আগস্ট ২০২০, ১০:৪৫

ভারতে করোনা রোগীদের চিকিৎসা দেয়া আরও একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন পুড়ে নিহত হয়েছেন। ভেতরে অনেকেই আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

রবিবার সকালে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া শহরের হোটেল স্বর্ণা প্যালেসে এ দুর্ঘটনা ঘটে।

সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, হোটেল স্বর্ণা প্যালেসে অস্থায়ীভাবে কোভিড রোগীদের চিকিৎসা দিয়ে আসছিল রমেশ হাসপাতাল কর্তৃপক্ষ। সকালে সেখানে আগুন লাগে। হোটেল থেকে এখন পর্যন্ত ৩০ জনকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ভেতরে অনেকেই আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদেরকে উদ্ধারে কাজ করছে দমকল বাহিনী। উদ্ধার করা রোগীদের অন্য হাসপাতালে পাঠানো হচ্ছে। দমকল বাহিনীর প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে।

এর আগে গত বৃহস্পতিবার ভোররাতে আগুন লাগে গুজরাটের আহমেদাবাদের নভরঙ্গপুরার শ্রে হাসপাতালে। বেসরকারি এই হাসপাতালকে করোনা হাসপাতাল হিসেবে গড়ে তোলা হয়েছে। ওই ঘটনায় হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে থাকা আট করোনা রোগীর মৃত্যু হয়।

(ঢাকাটাইমস/০৯আগস্ট/একে/ইএস)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :