জাতীয় পুরস্কারের জুরি বোর্ডে রিয়াজ

প্রকাশ | ০৯ আগস্ট ২০২০, ১২:৫৯ | আপডেট: ০৯ আগস্ট ২০২০, ১৩:০৩

বিনোদন প্রতিবেদক

বাংলা চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ আহমেদ। শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। এবার সেই পুরস্কারেরই জুরি বোর্ডের সদস্য হলেন। ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের জন্য বিশেষ ব্যক্তিদের নিয়ে গঠিত জুরি বোর্ডে এবারই প্রথম রিয়াজের নাম যুক্ত করা হয়েছে। সেই বোর্ডে রয়েছেন মোট ১৩ জন সদস্য।

প্রথমবার জুরি বোর্ডে নিজের নাম যুক্ত হওয়ায় বেশ উচ্ছ্বসিত ‘মনের মাঝে তুমি’ তারকা রিয়াজ। বলেন, ‘শিল্পীদের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার একটি বড় সম্মাননা। একটা বড় অর্জন। সেই পুরস্কারের জন্য মনোনীতদের বাছাইয়ের লক্ষ্যে গঠিত জুরি বোর্ডের সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। ধন্যবাদ তাদের, যারা আমাকে এভাবে সম্মানিত করলেন।’

এবারের ১৩ সদস্যের জুরি বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) জাহানারা পারভিন। রিয়াজসহ বোর্ডের অন্য সদস্যরা হলেন তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ নজরুল ইসলাম, এফডিসির ব্যবস্থাপক নুজাত ইয়াসমিন, ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মোহাম্মদ নিজামুল কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র ও টেলিভিশন বিভাগের চেয়ারম্যান হাবিবা রহমান, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, অভিনেত্রী সুচরিতা, পরিচালক শাহ আলম কিরণ, সংগীতশিল্পী খুরশীদ আলম, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, গীতিকার হাসান মতিউর রহমান ও চিত্রগ্রাহক জেড এইচ মিন্টু।

এরই মধ্যে জুরি বোর্ডের সদস্যরা ছবি দেখার কার্যক্রম শুরু করেছেন। বিষয়টি নিয়ে গীতিকার হাসান মতিউর রহমান বলেন, ‘গত বছরও আমি এই বোর্ডের সদস্য হিসেবে কাজ করেছি। এবারও আছি। এটা আমার জন্য অনেক গর্বের একটি বিষয়। আশা করছি, আমার ওপর অর্পিত দায়িত্ব সততার সঙ্গে পালন করতে পারব।’

ঢাকাটাইমস/০৯আগস্ট/এএইচ