মহাখালী ডিএনসিসি মার্কেটকে আরবান হাসপাতাল করার পরিকল্পনা

প্রকাশ | ০৯ আগস্ট ২০২০, ১৬:১৯ | আপডেট: ০৯ আগস্ট ২০২০, ১৬:২৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বর্তমানে করোনা আইসোলেশন সেন্টার হিসেবে ব্যবহৃত হওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মহাখালীস্থ মার্কেটকে ৫০০ শয্যা বিশিষ্ট আরবান হাসপাতালে রূপান্তরের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

রবিবার মহাখালীতে ডিএনসিসি করোনা আইসোলেশন সেন্টার পরিদর্শনকালে তিনি এ কথা জানান।

মেয়র বলেন, ‘৭ দশমিক ১৭ একর জমির ওপর প্রতিষ্ঠিত এই মার্কেটটির আয়তন এক লাখ ৮০ হাজার ৫৬০ বর্গফুট। যেহেতু ঢাকা উত্তর সিটি করপোরেশনের কোনো ধরনের আরবান হাসপাতাল নেই, এটিকে কীভাবে আরবান হাসপাতালে রূপান্তর করা যায়, আমরা তার পরিকল্পনা করছি। এই ভবনকে আমরা যদি আরবান হাসপাতালে রূপান্তর করতে পারি, তাহলে নগরবাসীর জন্য অনেক সুবিধা হবে।’

মিরপুরে আরও একটি মার্কেটকে হাসপাতালে রূপান্তরিত করার কথা ভাবা হচ্ছে জানিয়ে মেয়র বলেন, ‘মিরপুরে আরেকটি মার্কেট আছে, প্যারিস মার্কেট। সেটাকেও কীভাবে হাসপাতালে রূপান্তর করা যায় তা চিন্তাভাবনা করছি। এই দুটি ভবনকে হাসপাতালে রূপান্তর করার জন্য খুব শিগগির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি প্রস্তাবনা আমরা জমা দেব। এখানে বেড থেকে শুরু করে সকল ধরনের ইকুইপমেন্ট মোটামুটি আছে। ছয়তলায় ইংল্যান্ড থেকে আনা উন্নতমানের ২৫টি আইসিইউ আছে। আমরা এটিকে অচিরেই ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগরবাসীর জন্য একটি আধুনিক মাপের হাসপাতাল করার ইচ্ছা পোষণ করছি। আমাদের কাউন্সিলররাও এতে মত দিয়েছেন। আমাদের সবই আছে। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে ডাক্তার, নার্স পেয়েছি, সিএমএইচ থেকে ১৯ জন অফিসার পেয়েছি। আমরা সবাই মিলে চাই নগরবাসীকে একটি সুন্দর হাসপাতাল উপহার দিতে। আমি মনে করি এখানে হাসপাতাল হলে নগরবাসী উপকৃত হবে।’

এসময় অন্যদের মধ্যে আইসোলেশন সেন্টারের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জুবায়েদুর রহমান, আর্মড ফোর্স ডিভিশনের মহাপরিচালক (অপারেশন ও প্ল্যানিং) এ এন এম মঞ্জুরুল হক মজুমদার, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন, আঞ্চলিক কর্মকর্তা আবদুল্লাহ আল বাকী, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৯আগস্ট/কারই/জেবি)