যুক্তরাষ্ট্র ওপেন থেকে নাম প্রত্যাহার ওয়ারিঙ্কার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ আগস্ট ২০২০, ১৭:০৬

দিন যত যাচ্ছে দীর্ঘ হচ্ছে চলতি বছর ইউএস ওপেনে নেই’য়ের তালিকা। নতুন করে ফ্লাশিং মেডো থেকে নাম প্রত্যাহার করলেন সাবেক চ্যাম্পিয়ন স্ট্যান ওয়ারিঙ্কা। রাফায়েল নাদাল নাম প্রত্যাহার করে নিয়েছিলেন বেশ কিছুদিন আগেই। করোনার জেরে এবার নিউইয়র্কের স্বাস্থ্য সংকটের কথা বিবেচনা করে যুক্তরাষ্ট্রে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিলেন ২০১৬ সালে যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন।

যুক্তরাষ্ট্র ওপেনের পরিবর্তে বরং পরবর্তী ফরাসি ওপেনেই ফোকাস করছেন এই স্প্যানিশ তারকা। যুক্তরাষ্ট্র ওপেন থেকে নাম প্রত্যাহার প্রসঙ্গে বিশ্বের ১৭ নম্বর ওয়ারিঙ্কা জানিয়েছেন, ‘যুক্তরাষ্ট্রের যা স্বাস্থ্য পরিস্থিতি তা পর্যালোচনা করে সেখানে আমি খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

উল্লেখ্য, আগামী ৩১ আগস্ট থেকে শুরু হচ্ছে ফ্লাশিং মেডো। করোনা আবহে আয়োজকরা গ্র্যান্ড স্ল্যামকে প্লেয়ারদের জন্য সম্পূর্ণ নিরাপদ এবং ঝুঁকিহীন করে তোলার চেষ্টা করলেও আশ্বস্ত হতে পারছেন না অনেকেই। সে কারণেই চলছে একের পর এক নাম প্রত্যাহারের পালা।

ওয়ারিঙ্কার আগেই শুক্রবার ফ্লাশিং মেডো থেকে নাম প্রত্যাহার করেছেন প্রথম সারির দুই নারী টেনিস প্লেয়ার এলিনা সিতোলিনা এবং কিকি বার্টেন্স। অন্যান্য একাধিক সিনিয়র প্লেয়ারের মতো টুর্নামেন্ট থেকে নাম তুলে নিয়ে সিতোলিনা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘সমস্তদিক চিন্তাভাবনা করে আমি ইউএস ওপেনে না খেলার সিদ্ধান্ত গ্রহণ করেছি।’

অন্যদিকে ডাচ তারকা বার্টেন্স ইনস্টাগ্রামে জানিয়েছেন, ‘বিশ্বজুড়ে কোভিড-১৯ এখনও সমানভাবে উদ্বেগের কারণ হয়ে রয়েছে। এই সময় প্রতিটি মানুষের স্বাস্থ্য এবং ভাইরাস নিয়ন্ত্রণের বিষয়টি সর্বাগ্রে প্রাধান্য পাওয়া উচিৎ। তাই অনেক ভেবে আমি ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।’

দিন কয়েক আগে ফ্লাশিং মেডো থেকে নাম প্রত্যাহার করে নাদাল জানিয়েছিলেন, ‘বিশ্বজুড়ে পরিস্থিতি ভীষণই উদ্বেগজনক। কোভিডে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। মনে হচ্ছে পরিস্থিতি বিন্দুমাত্র নাগালের মধ্যে আসেনি। তাই এমন একটা সিদ্ধান্ত নেওয়ার ইচ্ছে না থাকলেও বাধ্য হয়েই নিতে হচ্ছে। অনেক চিন্তা-ভাবনার পর চলতি বছর ইউএস ওপেনে না খেলার সিদ্ধান্ত নিয়েছি আমি।’

(ঢাকাটাইমস/৯ আগস্ট/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬০০ মিটার দৌড়ালেন মাহমুদউল্লাহ-শান্তরা

‘অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, পেট ভরেনি এখনও’- ৫ উইকেট নিয়ে নাসুম

দুই হলুদ কার্ড পাওয়ার পরও মাঠ ছাড়েননি মার্টিনেজ, ফুটবল আইন কি বলে?

নিশ্চিত হলো ডিপিএলের সুপার লিগের ৬ দল

মুস্তাফিজের ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার

পাঞ্জাবকে হারালেও জরিমানা গুনতে হয়েছে হার্দিক পান্ডিয়াকে

মাঝপথে ফেরায় আইপিএল থেকে পুরো টাকা পাবেন মুস্তাফিজ?

সাড়ে ৪ বছর পর দলে ফিরে বোলিং করা হলো না মোহাম্মদ আমিরের

জুভেন্টাসের বিপক্ষে জিতলেন রোনালদো, ১১৩ কোটি টাকা দেওয়ার নির্দেশ

বার্সেলোনাকে উয়েফার ৩৭ লাখ টাকা জরিমানা

এই বিভাগের সব খবর

শিরোনাম :