বিশ্ব একাদশ গড়ে চমকে দিলেন পূজারা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ আগস্ট ২০২০, ১৭:২৪

নেই জো রুট, স্টুয়ার্ট ব্রড বা জেমস অ্যান্ডারসন। নেই বিশেষজ্ঞ দুজন ওপেনারও। ওপেনিংয়ে রয়েছেন এক মিডল অর্ডার ব্যাটসম্যান। ১৩ জনের বিশ্ব টেস্ট দল গড়ে চমকে দিলেন ভারতীয় ক্রিকেটার চেতেশ্বর পূজারা। এই দলে কে কে আছেন দেখে নেয়া যাক।

১. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া): পূজারার দলের হয়ে ওপেন করবেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার নিয়মিত ওপেনার তিনি। ৮৪ টেস্টে ৪৮.৯৪ গড়ে করেছেন ৭২৪৪ রান। ২৪ সেঞ্চুরি, ৩০ হাফ-সেঞ্চুরি। সর্বাধিক নট আউট ৩৩৫। আক্রমণাত্মক মেজাজে ব্যাট করে বোলারদের ত্রাস হয়ে ওঠার ক্ষমতা রয়েছে তাঁর।

২. কেন উইলয়ামসন (নিউজিল্যান্ড): ওয়ার্নারের সঙ্গে ওপেন করবেন কেন উইলিয়ামসন। যিনি বিশেষজ্ঞ ওপেনার নন। নামেন মিডল অর্ডারে। কিন্তু পূজারার দলের মিডল অর্ডারে তাঁর জায়গা হচ্ছে না। তাই ওপেনিংয়ে আসছেন। ৮০ টেস্টে ৬৪৭৬ রান করেছেন তিনি। গড় ৫০.৯৯। ২১ সেঞ্চুরি, ৩২ হাফ-সেঞ্চুরি।

৩. চেতেশ্বর পূজারা (ভারত): তিনে নিজেকেই রেখেছেন পূজারা। ৭৭ টেস্টে ৪৮.৬৬ গড়ে ৫৮৪০ রান করেছেন তিনি। ১৮ শতরানের পাশাপাশি রয়েছে ২৫ অর্ধশতরান। ভারতীয় দলের মিডল অর্ডারে নিজেকে অপরিহার্য করে তুলেছেন তিনি। প্রতিকূল পরিবেশে দলের ভরসা হয়ে ওঠে তাঁর ব্যাট।

৪. বিরাট কোহলি (ভারত): এরপর অতি অবশ্যই বিরাট কোহলি। এখন তিনিই বিশ্বের একমাত্র ব্যাটসম্যান, যাঁর তিন ফরম্যাটেই গড় পঞ্চাশের বেশি। ৮৬ টেস্টে ৫৩.৬২ গড়ে ৭২৪০ রান করেছেন তিনি। সর্বোচ্চ নট আউট ২৫৪। ২৯ সেঞ্চুরি ও ২২ হাফ-সেঞ্চুরির মালিক তিনি। ভারতীয় অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট সিরিজ জয়ের কীর্তি রয়েছে তাঁর।

৫. স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া): এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান হওয়ার দৌঁড়ে কোহালির প্রতিদ্বন্দ্বী স্টিভ স্মিথ নামবেন পাঁচে। ৭৩ টেস্টে ৬২.৮৪ গড়ে ৭২২৭ রান করেছেন অজি মিডল অর্ডার ব্যাটসম্যান। ২৬ সেঞ্চুরি ও ২৯ হাফ-সেঞ্চুরি রয়েছে এর মধ্যে। সর্বাধিক ২৩৯। এখন আইসিসির তালিকায় বিশ্বের সেরা টেস্ট ব্যাটসম্যান ইনিই।

৬. বেন স্টোকস (ইংল্যান্ড): ছয়ে অলরাউন্ডার বেন স্টোকস। এখন বিশ্বের সেরা অলরাউন্ডার তিনি। টেস্টে ইংল্যান্ডের সহ-অধিনায়ক তিনি। ৬৬ টেস্টে ৪৪১৯ রান করেছেন বাঁ-হাতি। ডানহাতি মিডিয়াম পেসে নিয়েছেন ১৫৬ উইকেট। ব্যাটে বা বলে ম্যাচের গতিপথ পাল্টাতে পারেন একাই।

৭. বিজে ওয়াটলিং (নিউজিল্যান্ড): এবার উইকেটকিপার। পূজারার পছন্দ নিউজিল্যান্ডের বিজে ওয়াটলিং। ৭০ টেস্টে ৩৬৫৮ রান করেছেন তিনি। তাঁর শিকার সংখ্যা ২৪৯। ৩৫ বছর বয়সীর আটটি শতরান রয়েছে। পঞ্চাশ পেরিয়েছেন ১৮ বার।

৮. রবীচন্দ্রন অশ্বিন (ভারত): এবার বোলিং। পূজারার দলে একমাত্র স্পিনার হিসেবে রয়েছেন রবীচন্দ্রন অশ্বিন। ৭১ টেস্টে ৩৬৫ উইকেট তাঁর দখলে। গড় ২৫.৪৩। স্ট্রাইক রেট ৫৩.৬। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ২৭ বার। ম্যাচে ১০ উইকেট নিয়েছেন সাতবার। পাশাপাশি, ব্যাট হাতে চার শতরান সহ করেছেন ২৩৮৯ রান।

৯. জ্যাসপ্রীত বুমরাহ (ভারত): এবার পেস বিভাগ। প্রথমেই জ্যাসপ্রীত বুমরাহ। ১৪ টেস্টে ৬৮ উইকেট নিয়েছেন তিনি। গড় ২০.৩৩। স্ট্রাইক রেট ৪৫.৩। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন পাঁচবার।

১০. প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া): অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সও রয়েছেন পেস বোলিংয়ের দায়িত্বে। ২৭ বছর বয়সী অজি ৩০ টেস্টে ১৪৩ উইকেট নিয়েছেন। গড় ২১.৮২। স্ট্রাইক রেট ৪৭.২। ইনিংসে পাঁচ উইকেট নিয়েচেন পাঁচবার। ম্যাচে ১০ উইকেট নিয়েছেন একবার।

১১. কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা): দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা দলের আরও একজন পেসার। ৪৩ টেস্টে ২৫ বছর বয়সী নিয়েছেন ১৯৭ উইকেট। গড় ২২.৯৫। স্ট্রাইক রেট ৪০.৬। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন নয়বার। ম্যাচে ১০ উইকেট নিয়েছেন চারবার।

১২. রবীন্দ্র জাদেজা (ভারত): দলের দ্বাদশ ব্যক্তি হলেন রবীন্দ্র জাদেজা। ব্যাটে-বলে তিনি যে কোনও দলের সম্পদ। ৪৯ টেস্টে বাঁ-হাতি স্পিনে ২১৩ উইকেট নেওয়ার পাশাপাশি ১৮৬৯ রান করেছেন তিনি। বাঁ-হাতি অলরাউন্ডার দুর্দান্ত ফিল্ডারও।

১৩. মোহাম্মদ শামি (ভারত): দলের ত্রয়োদশ ব্যক্তি হলেন মোহাম্মদ শামি। ৪৯ টেস্টে ১৮০ উইকেট নিয়েছেন এই পেসার। গড় ২৭.৩৬। স্ট্রাইক রেট ৪৯.৪। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন পাঁচবার। টেস্টে ১০ উইকেট এখনও নিতে পারেননি তিনি।

(ঢাকাটাইমস/৯ আগস্ট/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছাদূত গতিমানব উসাইন বোল্ট

বার্সাতেই থাকছেন জাভি!

২৬ এপ্রিল থেকে ক্যাম্প শুরু টাইগারদের, প্রবেশ নিষেধ গণমাধ্যমের

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :