‘সরকার দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধ পরিকর’

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ আগস্ট ২০২০, ২২:১২ | প্রকাশিত : ০৯ আগস্ট ২০২০, ২১:২৯

সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধ পরিকর। তাই অপরাধ প্রবণতা বন্ধে ও আইনশৃঙ্খলা উন্নয়নে পুলিশের পাশাপাশি সকল নাগরিককে ভূমিকা রাখতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

রবিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এসব কথা বলেন।

করোনাকাল ও বন্যার চলমান কঠিন সময়ে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে এমপি বলেন, ‘সরকারের পাশাপাশি তাদের এই সহযোগিতা অসহায় মানুষদের এ বিপদ কাটিয়ে উঠতে প্রেরণা ও শক্তি যোগাবে।’

জেলা প্রশাসক ফারুক আহাম্মদের সভাপতিত্বে প্রধান সভায় আরও বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরোজ মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বিমল কুমার দাস, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জেলা আনসার ভিডিপি কর্মকর্তা সিফাত-ই-খোদা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমারসহ সরকারি ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।

(ঢাকাটাইমস/৯আগস্ট/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :