শেরপুরে রোটারি ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশ | ০৯ আগস্ট ২০২০, ২১:৫১

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

শেরপুরে রোটারি ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ৯ আগস্ট শহরের খরমপুরস্থ ডাঃ সেকান্দর আলী কলেজ মাঠে ওই কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক। এসময় বৃক্ষরোপণ শেষে উপস্থিত সকলের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।

উদ্বোধনকালে রোটারি ক্লাবের সভাপতি বিনয় কুমার শাহা জানান, এই কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে বিভিন্ন প্রজাতির ৫০০ গাছের চারা বিভিন্ন কমিউনিটিতে রোপণ ও বিতরণ করা হবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শেরপুর পৌর মেয়র রোটারিয়ান গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রোটারি ক্লাবের সাধারণ সম্পাদক সাদুজ্জামান সাদি, হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমি ও সাদিয়া রহমান অপি, ক্লাবের পিএইচএফ, ক্লাব ট্রেইনার মাহবুবুর রহমান সুজা, এক্সিকিউটিভ সেক্রেটারি নাজমুল আলম, ভোকেশনাল সার্ভিস ডাইরেক্টর শহীদুল ইসলাম মুকুল, চিফ সার্জেন্ট অ্যাট আমর্স মলয় চাকী, পিএইচএফ সার্জেন্ট অ্যাট আমর্স মনিরুদ্দিন আহমেদ, রোটার‌্যাক্ট ও ইন্টার‌্যাক্টরা। এছাড়া শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ, কলেজের শিক্ষক মন্ডলী, সুশীল সমাজ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৯আগস্ট/পিএল)