সাতক্ষীরায় চেয়ারম্যানসহ আরও ৪৭ জনের করোনা শনাক্ত

প্রকাশ | ১০ আগস্ট ২০২০, ১৫:৫২ | আপডেট: ১০ আগস্ট ২০২০, ১৬:৩১

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস

সাতক্ষীরা সদর উপজেলার চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু ও তার পরিবারের চারজনসহ জেলায় আরও ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার সকালে পিসিআর ল্যাব থেকে পাওয়া তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে।

জেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করে জানায়, নতুন শনাক্তদের মধ্যে তিনজন চিকিৎসক ও দুই স্বাস্থ্যকর্মী রয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৮৩৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

সাতক্ষীরা সিভিল সার্জন হুসাইন শাফায়াত জানান, এ পর্যন্ত জেলা থেকে মোট ৪ হাজার ২৪৮ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ৩ হাজার ২৪৮ জনের রিপোর্ট সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছেছে। যার মধ্যে ৮৩৯ জনের করোনা পজেটিভ এসেছে। এর মধ্যে ৬০৭ জন সুস্থ হয়েছেন।

(ঢাকাটাইমস/১০আগস্ট/পিএল)