শেরপুরে বাসের ধাক্কায় ডাব বিক্রেতার মৃত্যু

প্রকাশ | ১০ আগস্ট ২০২০, ১৬:১৫ | আপডেট: ১০ আগস্ট ২০২০, ১৬:৩৮

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

শেরপুরে বাসের ধাক্কায় মোস্তাক নামে এক ডাব বিক্রেতার মৃত্যু হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার তারাকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাক স্থানীয় ফারুক মিয়ার ছেলে।

এদিকে এ ঘটনার পরপর বিক্ষুব্ধ এলাকাবাসী সড়কে গাছ ফেলে ঢাকা-শেরপুর মহাসড়ক অবরুদ্ধ করে রাখে। ফলে ওই সড়কে প্রায় ঘন্টাব্যাপী যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সকালে শেরপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সোনার বাংলা পরিবহনের একটি বাস তারাকান্দি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভ্যানকে ধাক্কা দেয়। এসময় ভ্যানচালক ও ডাব বিক্রেতা মোস্তাক ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে। এদিকে ঘটনার পর বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও নকলা থানা পুলিশ তা আটক করতে সক্ষম হয়। কিন্তু বাস চালককে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

(ঢাকাটাইমস/১০আগস্ট/পিএল)