আগামী বছর স্থগিত হতে পারে আইপিএলের নিলাম

প্রকাশ | ১০ আগস্ট ২০২০, ১৬:২৪

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

করোনার জেরে অনিশ্চিত হয়ে পড়েছিল আইপিএল। অবশেষে ১৯ সেপ্টেম্বর থেকে ক্রিকেটের মেগা ইভেন্ট শুরু হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। ফাইনাল ১০ নভেম্বর।

চলতি বছর আইপিএল শুরু হওয়ার কথা ছিল ২৯ মার্চ। কিন্তু করোনার জেরে প্রায় ৬ মাস পর শুরু হচ্ছে আইপিএল। টি-২০ বিশ্বকাপ এবার স্থগিত হয়ে যাওয়াতেই আইপিএলের দরজা খুলে যায়।

তবে একটা সমস্যা দেখা দিয়েছে। এত দেরিতে এবার আইপিএল শুরু হওয়ায় পরেরবার আইপিএলের আগে হাতে সময় থাকবে বড় জোর ৪ থেকে ৫ মাসেরও কম সময়। তাই আগামী বছর আইপিএলের নিলাম সম্ভবত হবে না। ফ্রাঞ্চাইজিরা এবারের ক্রিকেটারদেরই দলে রাখতে পারবেন আগামী বছর।

২০২১ সালে ফের আইপিএলে ক্রিকেটারদের নিলাম হওয়ার কথা ছিল। কিন্তু এবার আইপিএল এত দেরিতে শুরু হওয়ায় বিসিসিআই সম্ভবত আগামী বছরের নিলাম স্থগিত করতে চলেছে।

বিসিসিআই সূত্রে বলা হয়েছে, ‘‌আগামী বছরের আইপিএলের আগে হাতে পর্যাপ্ত সময় থাকবে না। পরিকল্পনা তৈরি করা মুশকিল। সম্ভবত ২০২১ আইপিএলেও এই ক্রিকেটারদেরই দলে রাখতে পারবে ফ্রাঞ্চাইজিরা। ২০২২ আইপিএলের আগে সেক্ষেত্রে নিলাম হবে ক্রিকেটারদের।’‌

জানা গেছে ফ্রাঞ্চাইজিরাও বোর্ডের সঙ্গে একমত। কারণ নিলামের জন্য প্রস্তুত হতে অন্তত ৩ থেকে ৪ মাস সময় দরকার।

(ঢাকাটাইমস/১০ আগস্ট/এসইউএল)