১২ দিন পর শিমুলিয়ায় রো রো ফেরিঘাট চালু

প্রকাশ | ১০ আগস্ট ২০২০, ১৭:২৭

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি।

পদ্মা নদীর ভাঙনে বিলীন হয়ে যাওয়ার ১২দিন পর মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটের ৩ নং রো রো ফেরিঘাট আবারও স্থাপন করা হয়েছে।

সোমবার সকাল ১১টায় পরীক্ষামূলকভাবে ফেরিঘাটটি চালু হয়।

গত ২৮ জুলাই পদ্মার ভাঙনে বিলীন হয়ে যায় ৩নং রো রো ফেরিঘাটটি। এতে চরম ভোগান্তিতে পড়ে ঈদে ঘরমুখো মানুষ। পণ্যবাহী ও যাত্রীবাহী গাড়িগুলোকে বিকল্প পথে যেতে বলা হয়।

বিআইডব্লিউটিসি'র শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ ফয়সাল জানান, পরীক্ষামূলকভাবে তিন নম্বর ফেরিঘাটটি চালু হয়েছে। এনায়েতপুরি ফেরিটিতে ৪টি যাত্রীবাহী বাস, দুইটি ট্রাক এবং ১০-১২টি ছোট গাড়ি নিয়ে কাঠালবাড়ী ঘাটের দিকে ছেড়ে গেছে। দুইটি বড় ফেরি ও একটি ছোট ফেরি এই ঘাট দিয়ে চলাচল করতে পারে। বর্তমানে শিমুলিয়ায় ৩টি ফেরিঘাট সচল আছে।

বিআইডাব্লিউটিএ'র উপ-সহকারী প্রকৌশলী হারিফ আহম্মেদ জানান, পদ্মায় বিলীন হয়ে যাওয়া দুইটি ফেরিঘাটের মধ্যবর্তী স্থানে রো রো ফেরিঘাটটি স্থাপন করা হয়েছে। এ পর্যন্ত ২০ হাজার জিও ব্যাগ ফেলা হয়েছে। ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ ফেলা অব্যাহত আছে।

(ঢাকাটাইমস/১০আগস্ট/ইএস)