সিনহা হত্যার বিচার প্রক্রিয়া

এখন পর্যন্ত সরকার পজিটিভ: রাওয়া চেয়ারম্যান

প্রকাশ | ১০ আগস্ট ২০২০, ১৭:৪১ | আপডেট: ১০ আগস্ট ২০২০, ১৮:১১

নিজস্ব প্রতিবেদক
ঢাকাটাইমস

অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা মেজর সিনহা হত্যার বিচার প্রক্রিয়া নিয়ে এ পর্যন্ত সরকার ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে মন্তব্য করেছেন রিটায়ার্ড আর্মড ফোর্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (রাওয়া) চেয়ারম্যান মেজর (অব.) খন্দকার নুরুল আফসার।

আজ সোমবার রাজধানীর উত্তরায় সিনহার মায়ের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন রাওয়া চেয়ারম্যান।

তিনি আশা প্রকাশ করেন, সিনহার নিহতের ঘটনাটি যেন বিচারবহির্ভূত শেষ হত্যাকাণ্ড হয়।

দুপুর ১২টার দিকে সিনহার মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে যান খন্দকার নুরুল আফসারসহ অবসরপ্রাপ্ত বেশ কয়েকজন সেনা কর্মকর্তা। তারা সেখানে শোক বইয়ে স্বাক্ষর করেন।

খন্দকার নুরুল আফসার বলেন, ‘পারিপার্শ্বিক অবস্থা ও তথ্য-প্রমাণে ইতোমধ্যে প্রমাণিত যে, সিনহাকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। এর বিচার প্রক্রিয়া নিয়ে এ পর্যন্ত আমরা দেখেছি সরকারের মনোভাব পজিটিভ। আমরা আবেদন করব, যাতে সিনহা হত্যার বিচারপ্রক্রিয়া দীর্ঘায়িত না হয়। এ ধরনের হত্যা যেন আর না হয়।’

সিনহা হত্যার ঘটনায় কোনোভাবেই জেলা পুলিশ সুপার দায় এড়াতে পারেন না মন্তব্য করে নুরুল আফসার বলেন, ‘আমরা কক্সবাজার পুলিশ সুপার মাসুদ হোসেনের প্রত্যাহার দাবি করছি। পাশাপাশি কক্সবাজারের টেকনাফ থানার সংশ্লিষ্ট সব পুলিশ সদস্যের অস্ত্র সিজ (জব্দ) করতে হবে। তদন্তের খাতিরে এটা করতেই হবে। যাদের ওপর তদন্তভার দেওয়া হয়েছে, আমরা আশা করব তারা স্বচ্ছতা রক্ষা করবেন। কোনো পক্ষাবলম্বন করবেন না।’

সিনহা হত্যাকাণ্ডের সময় পুলিশ তার যে দুজন সহকর্মীকে আটক করেছিল, আদালতে তাদের জামিন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন রাওয়া চেয়ারম্যান। বলেন, ‘যারা কাস্টডিতে ছিলেন তাদের জামিন হয়েছে। আমরা অত্যন্ত খুশি, আলহামদুলিল্লাহ। এখন সিনহা হত্যার বিচার যদি দ্রুত নিষ্পত্তি হয় তাহলে হয়তো সিনহা বা সিনহার মতো ভুক্তভোগীর আত্মা শান্তি পাবে।’

খন্দকার নুরুল আফসার বলেন, ‘এ পর্যন্ত সিনহা হত্যা মামলা যেভাবে দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে্, এত দ্রুততার সাথে আর কোনো মামলায় আসামিকে কাস্টডিতে নেয়া, অ্যাকশনে যাওয়া হয়নি। আমরা আশাবাদী, সরকার অত্যন্ত সিরিয়াস এ ব্যাপারে, প্রধানমন্ত্রী, আমাদের সেনাপ্রধান অত্যন্ত সোচ্চার।’

সিনহা হত্যার ঘটনায় জড়িত ওসি প্রদীপ ১৪০টা হত্যা করেছেন উল্লেখ করে রাওয়া চেয়ারম্যান বলেন,  ‘আমরা চাই একটা একটা করে সব ঘটনার বিচার করা হোক। এক্সট্রা জুডিশিয়াল কিলিং যে প্রদীপ করেছে সেগুলোর বিচার হোক।’

‘একটা রং (ভুল) কনফিডেন্স গ্রো করেছে, কারণ তার কোনো বিচার হয়নি। সে একটার পর একটা আকাম-কুকাম করে গেছে, সেটা নজরে আসেনি। আমরা চাই এ ধরনের ঘটনা আর না ঘটুক, আর কোনো মায়ের বুক খালি না হোক।’ বলেন রাওয়া চেয়ারম্যান।

এর আগে সিনহার মা-বোনের সঙ্গে কথা বলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। সিনহার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সিনহা হত্যাকাণ্ডের তদন্ত যে গতিতে হচ্ছে তাতে তারা সন্তুষ্ট। তবে বিচারপ্রক্রিয়া দ্রুত যেন হয় সেটিই চান তারা।

(ঢাকাটাইমস/১০আগস্ট/বিইউ/মোআ)