বগুড়ায় ৪২ পুলিশ সদস্যকে সম্মাননা

প্রকাশ | ১০ আগস্ট ২০২০, ১৯:২০

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস

করোনার প্রাদুর্ভাব রোধে বিশেষ অবদান রাখা ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে বগুড়া জেলা পুলিশের ২৮ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। এছাড়া অবসরপ্রাপ্ত আরও ১৪ জনকে সম্মাননা দিয়েছে জেলা পুলিশ।

সোমবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার আলী আশরাফ ভূঞার সভাপতিত্বে পুলিশ লাইন্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সভায় এ পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়।

গত চার মাসে করোনা প্রাদুর্ভাবে মাঠে কাজ করতে গিয়ে জেলা পুলিশের দেড় শতাধিক সদস্য আক্রান্ত হন এবং একজনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাস সংক্রান্ত সেবা প্রদানের জন্য অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল, পুলিশ লাইন্স হাসপাতালের মেডিকেল অফিসার অসীম কুমার সাহা, পুলিশ লাইন্সের আর আই আইন উদ্দীন মিয়া, এসআই (ফোর্স)  আনিছুর রহমান, এসআই (সশস্ত্র) আমিনুল ইসলাম, এএসআই (মেজর)  জামাল উদ্দীন, হাসপতালের ফার্মাসিস্ট  আব্দুর রশিদ সরকার, ল্যাব টেকনিশিয়ান ওমর ফারুক,  এএসআই (নিরস্ত্র) রেজাউল ইসলাম, এএসআই (নিরস্ত্র) কৃষ্ণ কান্ত রায়,  কন্সটেবল আনোয়ার হোসেন,  নাজমুল হুদা নাহিদ,  মেজবাউল আলম, হামিদুল ইসলাম, ওয়ার্ড বয়  হাফিজুর রহমান, ওয়ার্ড বয় আব্দুর রাজ্জাক, ওয়াটার ক্যারিয়ার আনোয়ার হোসেনকে সম্মাননা দেওয়া হয়।

এছাড়াও গত জুলাই মাসে ভালো কাজের ভিত্তিতে পুরস্কৃত করা হয় বগুড়া সদর থানার এএসআই সরদার কায়েস (সদর থানা) ও  এএসআই  হাবিবুর রহমান (শাজাহানপুর থানা), এসআই জাহাঙ্গীর কবির(ডিবি), এসআই আতিক (শেরপুর থানা), মাহবুবুর রহমান (মোকামতলা তদন্ত কেন্দ্র), আবু জাফর মো. সোহেল (ডিবি), ইন্সপেক্টর আছলাম আলী (ওসি ডিবি), ইন্সপেক্টর মিজানুর রহমান (ওসি, শেরপুর থানা), অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান (শেরপুর সার্কেল)।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সনাতন চক্রবর্তীসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১০আগস্ট/পিএল)র