মুক্তাগাছায় ১০ অটোচালকের কারাদণ্ড

প্রকাশ | ১০ আগস্ট ২০২০, ২২:০০

ময়মনসিংহ ব্যুরো, ঢাকাটাইমস

ময়মনসিংহের মুক্তাগাছায় ১০ জন সিএনজিচালিত ও ব্যাটারিচালিত অটোরিকশাচালককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সেইসঙ্গে ১০ যাত্রীকে জরিমানা করা হয়েছে। সোমবার দিনব্যাপী মুক্তাগাছার শহরতলী মোড় সড়কে অভিযান চালিয়ে এসব দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম সুবর্ণা সরকার।

ট্রাফিক আইন অমান্য করা, অতিরিক্ত যাত্রী নিয়ে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চালানো এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় যাত্রী হওয়ায় তিনজন সিএনজিচালক ও সাতজন ব্যাটারিচালিত অটোরিকশা চালককে ১০ দিনের কারাদণ্ড এবং ১০ যাত্রীকে চালকের ডানপাশে বসার দায়ে জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা সরকার জানান, সড়ক পরিবহন আইন ২০১৮’র ভিত্তিতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এর আগে গত ৮ আগস্ট শনিবার যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশার (সিএনজি) সাতজন যাত্রী নিহত হওয়ার পরদিন রবিবার একই অভিযোগে পাঁচজন সিএনজি ও একজন অটোরিকশার চালক এবং কয়েক যাত্রীকে জেল জরিমানা করা হয়।

অভিযানে অংশগ্রহণকারী মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, এই অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/১০আগস্ট/এলএ)