সুইজারল্যান্ডের জেনেভায় জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা

প্রকাশ | ১০ আগস্ট ২০২০, ২২:২৩

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস

জেনেভার পার্ক দে লা পের্ল দো লেক এ আগামী ১৫ আগস্ট বিকাল ৪টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী তথা জাতীয় শোক দিবস পালন করবে সুইজারল্যান্ড আওয়ামী লীগ। সামাজিক দূরত্ব বজায় রাখতে ও করোনা ভাইরাসে আক্রান্তের ঝুঁকি কমাতে দিবসটি খোলা স্থানে পালন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ উপলক্ষে রবিবার সংগঠনের সাধারণ সম্পাদক শ্যামল খানের  সঞ্চালনায় এবং সহ সভাপতি অরুন বড়ুয়ার সভাপতিত্বে স্থানীয় একটি রেস্টুরেন্টে জেনেভায় বসবাসরত আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণে এক আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় সংগঠনের সভাপতি তাজুল ইসলাম টেলিফোনে তার মতামত জানান।

যথাযথ মর্যাদায় এই দিবসটি পালনে  করনীয় নিয়ে প্রস্তুতির আলোচনায় অংশগ্রহণ করেন উপদেষ্টা মোহাম্মদ মহসিন, খলিলুর রহমান, সিনিয়র আওয়ামী লীগ নেতা জেনেভা বাংলাদেশ ক্লাবের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম খান দুলাল, তথ্য ও গবেষণা সম্পাদক গৌরি চরন সসীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিজাম উদ্দীন, উপপ্রচার সম্পাদক সমিরন বড়ুয়া জিশু প্রমুখ।

(ঢাকাটাইমস/১০আগস্ট/কেএম)