নাইজারে গুলিতে ৬ ফরাসি পর্যটকসহ নিহত ৮

প্রকাশ | ১১ আগস্ট ২০২০, ১১:২২ | আপডেট: ১১ আগস্ট ২০২০, ১১:৫৮

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

নাইজারে গুলিতে ফ্রান্সের ছয় পর্যটকসহ আটজন নিহত হয়েছেন। কুর এলাকায় জিরাফ দেখতে গিয়ে হামলার শিকার হয়েছেন তারা। নাইজারের সরকারি সূত্র জানিয়েছে, বন্দুকধারীরা ওই এলাকায় মোটরসাইকেলে করে পৌঁছায়। এরপর নির্বিচারে গুলি ছোড়ে।

ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেশটির নাগরিকদের নিহত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়। নাইজারের প্রতিরক্ষামন্ত্রী ইসোফুউ কেতাম্ব বলেছেন, এসব ফরাসি নাগরিক আন্তর্জাতিক সাহায্যকারী দলের জন্য কাজ করছিলেন।

ফরাসি টিভি চ্যানেল ফ্রান্স টোয়েন্টি ফোর তাদেরকে পর্যটক হিসেবে উল্লেখ করেছে। গণমাধ্যমে প্রকাশিত ছবিতে মরদেহগুলোকে রাস্তায় গাড়ির পাশে পড়ে থাকতে দেখা গেছে। গাড়িটিও পুড়ে গেছে।

নাইজারের রাজধানী নায়ামি থেকে বেশ দূরের কুর এলাকায় অনেক পর্যটকই জিরাফ দেখতে যান। তবে এই হামলার জন্য কারা দায়ী, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে নাইজারে বিভিন্ন সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী সক্রিয়।

ফ্রান্সের সরকার নাইজারের বেশ কিছু অংশে ভ্রমণ না করতে পরামর্শ দিয়েছে। ফ্রান্সের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নায়ামি এবং সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসী হামলার হুমকি রয়েছে।

ঢাকা টাইমস/১১আগস্ট/একে