চাঁপাইনবাবগঞ্জে আম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ আগস্ট ২০২০, ১৯:১৪

চাঁপাইনবাবগঞ্জে আমের ক্ষতিকারক পোকামাড়ক ও রোগবালাই ব্যবস্থাপনায় জৈব বালাইনাশক ভিত্তিক প্রযুক্তির ব্যবহার শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের সম্মেলন কক্ষে কীটতত্ত্ব বিভাগ ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে দিনব্যাপী এ কর্মশালা হয়।

আমগাছ বিতরণের মধ্য দিয়ে এই কর্মশালার শুভ উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সবিচ কমলারঞ্জন দাশ। দুই সিফটে উপ-সরকারী কৃষি কর্মকর্তা, শিক্ষক, স্থানীয় কৃষকসহ মোট ৭৫ জনকে এই প্রশিক্ষণ দওয়া হয়।

আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হরিদাস চন্দ্র মোহন্তের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন- কীটতত্ত্ব বিভাগের প্রধান মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা দেবাশীষ সরকার, কীটতত্ত্ব বিভাগের প্রধান মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা নির্মলকুমার দত্ত, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নজরুল ইসলাম, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের প্রধান মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা জমির উদ্দীন, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের বিজ্ঞানী মোশারফ হোসেন।

(ঢাকাটাইমস/১১আগস্ট/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :