দৌলতপুরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যারের দাবিতে মানববন্ধন

প্রকাশ | ১১ আগস্ট ২০২০, ১৯:৫০

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস

কুষ্টিয়ার দৌলতপুরে সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ বাজার সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধনে সর্বস্তরের সাংবাদিকরা অংশ নেন।

এসময় তারা অবিলম্বে মামলা প্রত্যারের দাবি জানিয়ে বলেন, ‘উপযুক্ত তথ্য ও প্রমাণ হাতে পাবার পরই সংবাদ প্রকাশ করেছে সাংবাদিক তাশরিক সঞ্চয়। তাই তার বিরুদ্ধে করা মামলাটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত।’

প্রসঙ্গত, গত ৬ আগস্ট দৌলতপুর টুয়েন্টিফোর ডটকমের সাংবাদিক তাশরিক সঞ্চয় ফিলিপনগর মরিচা ( পিএম) কলেজের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন রিমনের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে সংবাদ প্রকাশ করেন। এর প্রেক্ষিতে গত ১০ আগস্ট শরীফ উদ্দিন রিমনের ভাগ্নে ওয়ালিউল আলম শাওন বাদি হয়ে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ওই কলেজের অধ্যক্ষসহ সাংবাদিক তাশরিক সঞ্চয়ের বিরুদ্ধে মামলা করেন। আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

(ঢাকাটাইমস/১১আগস্ট/পিএল)