৩ অক্টোবর বাফুফে নির্বাচন

প্রকাশ | ১১ আগস্ট ২০২০, ২০:১৪

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

গত ২০ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন। কিন্তু করোনার কারণে সেটি সম্ভব হয়নি। অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায় নির্বাচন। তবে, বর্তমানে সার্বিক পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় নির্বাচনের নতুন তারিখ করেছে বাফুফে। আগামী ৩ অক্টোবর হবে এই নির্বাচন। মঙ্গলবার বাফুফের নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভা শেষে বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী বলেন, ‘আমরা প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি, আগামী ৩ অক্টোবর হোটেল সোনারগাঁওয়ে সাধারণ সভা ও নির্বাচন হবে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এমন সিদ্ধান্ত হয়েছে। ফিফা আগেই বলেছে পরিস্থিতি স্বাভাবিক হলে নির্বাচন করতে। তারপরও আমরা তাদের চিঠি দেব এই বিষয়ে।’

৩ অক্টোবর ১৩৯ জন ডেলিগেট বা ভোটার ভোট দিতে পারবেন। তাদের নামও এই সভাতে চূড়ান্ত অনুমোদন হয়েছে।

গত ৩০ এপ্রিল কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে। ফিফা ও এএফসির অনুমতি নিয়ে এখনও দায়িত্ব পালন করে যাচ্ছেন তারা।

(ঢাকাটাইমস/১১ আগস্ট/এসইউএল)