সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হক করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ আগস্ট ২০২০, ২০:১৬
ফাইল ছবি

সাবেক পররাষ্ট্র সচিব এম শহীদুল হক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি এখন রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন।

শহীদুল হক মঙ্গলবার সন্ধ্যায় ঢাকাটাইমসকে জানিয়েছেন, তিনি ভালো আছেন। সবার কাছে দোয়া চেয়েছেন।

এর আগে সাবেক এই পররাষ্ট্র সচিবের করোনা শনাক্তের তথ্য জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যোশাল ওয়েলফেয়ার অ্যালামনাই অ্যাসোসিয়েশন। সংগঠনটি জানায়, অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, আমাদের ১৯৮৩ ব্যাচের কৃতি অ্যালামনাস, স্যোশাল ওয়েলফেয়ার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জীবন সদস্য ও সরকারের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. শহীদুল হক (মুরাদ) করোনায় আক্রান্ত। তিনি রাজধানীর ইমপালস হাসপাতালে গত ৫ আগস্ট থেকে চিকিৎসাধীন।

শহীদুল হক সচিব থেকে অবসর নেয়ার পর নর্থ-সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের (এসআইপিজি) সিনিয়র ফেলো হিসেবে দায়িত্ব পালন করছেন।

(ঢাকাটাইমস/১১আগস্ট/এনআই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :