কাশিয়ানীর সুইচ খাল দখলমুক্ত করলেন এসিল্যান্ড

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ আগস্ট ২০২০, ২২:৪৩

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবৎ একের পর এক সরকারি খাল দখল করে নিচ্ছিলেন এলাকার প্রভাবশালীরা। একে একে এসব খাল উদ্ধারের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে উপজেলা সদরের কুটির খাল উদ্ধারের পর এবার ঐতিহ্যবাহী ভাটিয়াপাড়া সুইচ খাল দখলমুক্ত করেছেন সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম।

এর আগে ভাটিয়াপাড়া বাজার সংলগ্ন এ খালের জমিতে অবৈধ দখলকারীদের স্থাপনা সরিয়ে নিতে প্রথমে নোটিস দেন ওই কর্মকর্তা। এরপর মঙ্গলবার সকাল থেকে সেখানে উচ্ছেদ অভিযান চালিয়েছেন তিনি। তার উপস্থিতিতে ঘর মালিকরা নিজেদের ঘর নিজেরাই একের পর এক সরিয়ে নিতে থাকে।

এসিল্যান্ড আতিকুল ইসলাম জানান, সরকারি খালের জমি থেকে সকল প্রকার স্থাপনা সরিয়ে নিতে হবে। একটি স্থাপনা থাকলেও অভিযান বন্ধ হবে না। আগামী তিনদিনের মধ্যেই এই খালটি সম্পূর্ণ দখলমুক্ত করা হবে।

তিনি আরো জানান, খুব তাড়াতাড়ি উপজেলা সদর বাজার সংলগ্ন এক একর ১৩ শতাংশ বেদখল সম্পত্তি উদ্ধারের চেষ্টা করা হবে।

(ঢাকাটাইমস/১১আগস্ট/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :