বয়স বাড়ার সঙ্গে সক্ষমতা কমে: রস টেলর

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ আগস্ট ২০২০, ১২:০৬

ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান রস টেলর। তিন ফরম্যাটেই ছিলেন দারুণ ছন্দে। মাঝখানে বাঁধা হয়ে দাঁড়িয়েছে করোনা। ৩৬ বছর বয়সী কিউই ক্রিকেটার এবার দিলেন অবসরের ইঙ্গিত।

করোনার কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে ক্রিকেটাররা। এ বছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা পিছিয়ে গেছে ২০২২ সালে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারতে, ২০২১ সালে। তবে আগামী বছরের এই বিশ্বকাপে খেলা হবে কি না তা নিয়েও নিশ্চিত নন টেলর।

সম্প্রতি ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে নিউজিল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান বলেন, ‘বিশ্বকাপের ব্যাপারে আমি এখনো নিশ্চিত নই। বয়স যত বাড়তে থাকে তখন সক্ষমতাও কমতে থাকে। তবে এই সময়ে অনুশীলন, অভিজ্ঞতা আর মানসিকতা অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

নিউজিল্যান্ড ১০০ দিনেরও বেশি সময় আগে করোনা জয় করেছে। তবে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ভাইরাসের কারণে কিউই ক্রিকেটাররাও পুরোদমে মাঠে ফিরতে পারছেন না। টেলর বলেন, ‘অদ্ভুত এক সময় কাটছে। হাই স্কুলে পড়ার পর থেকে আমি কখনো এত দীর্ঘ সময় ক্রিকেট থেকে দূরে ছিলাম না। আইসোলেশন এবং করোনা সম্পর্কিত অন্যান্য কাজ একটু অদ্ভুতই বটে। তবে এসব মেনে চলতেই হবে।’

বিশ্বকাপ পিছিয়ে গেলেও করোনাভীতি জয় করে মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি লিগগুলো। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে টেলর বর্তমানে ত্রিনিদাদে অবস্থান করছেন। একগাদা পরিবর্তিত নিয়মে দ্রুত অভ্যস্ত হওয়ার আশা ব্যক্ত করে তিনি বলেন, ‘সিপিএলে সবার জন্য অদ্ভুত অভিজ্ঞতা হতে যাচ্ছে। সবাইই অনেক দিন যাবত ক্রিকেট থেকে দূরে আছেন, ফলে সবাই নার্ভাস থাকবেন। তাই ছন্দে ফেরার জন্য প্রস্তুতি ও শুরুর দিকের ম্যাচগুলো বেশ গুরুত্বপূর্ণ।’

(ঢাকাটাইমস/১২ আগস্ট/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিরে স্মৃতিকাতর শাহরিয়ার নাফিস, আছে আক্ষেপও

রোনালদো নেই, সাদিও মানের জোড়া গোলে আল নাসরের জয়

সেমিফাইনালের আগে নিষেধাজ্ঞায় এমিলিয়ানো মার্টিনেজ

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬০০ মিটার দৌড়ালেন মাহমুদউল্লাহ-শান্তরা

‘অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, পেট ভরেনি এখনও’- ৫ উইকেট নিয়ে নাসুম

দুই হলুদ কার্ড পাওয়ার পরও মাঠ ছাড়েননি মার্টিনেজ, ফুটবল আইন কি বলে?

নিশ্চিত হলো ডিপিএলের সুপার লিগের ৬ দল

মুস্তাফিজের ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার

পাঞ্জাবকে হারালেও জরিমানা গুনতে হয়েছে হার্দিক পান্ডিয়াকে

মাঝপথে ফেরায় আইপিএল থেকে পুরো টাকা পাবেন মুস্তাফিজ?

এই বিভাগের সব খবর

শিরোনাম :