ডিভোর্সের মামলায় জজের অপসারণ চান জোলি

প্রকাশ | ১২ আগস্ট ২০২০, ১৩:০৪

বিনোদন ডেস্ক

অভিনয় জগতের অনেক তারকাই আইনি লড়াইয়ের ক্ষেত্রে প্রাইভেট জজ নেয়ার আবেদন করেন। যাতে তাদের ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে না আসে। হলিউডের সাবেক সুপারস্টার দম্পতি অ্যাঞ্জেলিনা জোলি এবং ব্র্যাডও তাদের বিবাহবিচ্ছেদের মামলার ক্ষেত্রে একই উপায় অবলম্বন করেছিলেন। প্রাইভেট জজের অধীনে চলছিল তাদের বিবাহবিচ্ছেদের মামলা।

কিন্তু সেই প্রাইভেট জজকে সরিয়ে দেয়ার জন্যই এবার উচ্চ আদালতে আবেদন করেছেন অ্যাঞ্জেলিনা জোলি। নায়িকার অভিযোগ, ওই বিচারক সময় নষ্ট করছেন। তার আরও আপত্তি, বিচারক ব্র্যাড পিটের পক্ষে কাজ করছেন। ব্র্যাডের আইনজীবীর সঙ্গে হাত মিলিয়েছেন। অনেক মামলার তাড়াতাড়ি শুনানি হলেও তাদের মামলার ক্ষেত্রে ইচ্ছাকৃতই দেরি করা হচ্ছে।

২০১৪ সালে বিয়ে করেছিলেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। তাদের বিয়ে ছিল রূপকথার মতো। কিন্তু দুই বছরের মাথায় শেষ হয়ে যায় সেই রূপকথা। ২০১৬ সালে বিবাহবিচ্ছেদ চেয়ে মামলা করেন জোলি। সেই মামলা এখনও চলছে। তার অন্যতম কারণ, দুই তারকার বিরাট সম্পত্তির ভাগাভাগি এবং তাদের সন্তানদের কাস্টডি সংক্রান্ত জটিলতা। কোনো কিছুতেই তারা সহমত হতে পারছেন না।

ঢাকাটাইমস/১২আগস্ট/এএইচ