বোয়ালমারীতে বন্যার্তদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ আগস্ট ২০২০, ১৬:৩১

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বন্যা কবলিত তিনটি ইউনিয়নের বন্যার্ত ২৫০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বোয়ালমারী উপজেলা প্রশাসন।

উপজেলার নিম্নাঞ্চল পরমেশ্বরদী, শেখর ও রূপাপাত উত্তরের বন্যার পানি নেমে আসায় নতুন করে প্লাবিত হয়েছে। এসব ইউনিয়নের কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ায় ১২ আগস্ট বুধবার সকালে উপজেলার শেখর ও পরমেশ্বরদী ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ।

বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে ১০ থেকে ১৫ কেজি চাল, দুই কেজি আলু, এক লিটার তেল ও এক কেজি করে ডাল ও চিড়া দেয়া হয়।

ত্রাণ সামগ্রী বিতারণকালে উপস্থিত ছিলেন শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইস্রাফিল মোল্যা, পরমেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আলম মিনা মুকুল ও বিভিন্ন ওয়ার্ডের সদস্য।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, উপজেলা প্রশাসন বন্যার্তদের পাশে আছে।বৃহস্পতিবার রূপাপাত ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ দেয়া হবে। এ ছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্ত অন্যান্য এলাকার পাঁচ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হবে।

(ঢাকাটাইমস/১২আগস্ট/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :