ব্রাহ্মণবাড়িয়ায় পোকাদমন ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ আগস্ট ২০২০, ১৮:১৯

পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পোকাদমন ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা হয়। দিনব্যাপী এ কর্মশালায় পৌরসভাসহ উপজেলার পাঁচটি ইউনিয়নের আইপিএম সদস্যরা অংশ নেন।

এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রবিউল হক মজুমদার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে-এ-আলমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক ওমর ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম, মোগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন প্রমুখ।

কর্মশালা শুরুর আগে অতিথিরা আইপিএমের স্টলগুলি পরিদর্শন করেন।

(ঢাকাটাইমস/১২আগস্ট/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :