কবিরত্ন এমএ হকের মৃত্যুবার্ষিকী আজ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ আগস্ট ২০২০, ১১:০৪ | প্রকাশিত : ১৩ আগস্ট ২০২০, ১০:৩৫

বাংলা একাডেমি চরিতাভিধানের কবিরত্ন এমএ হক একাধারে সমাজসেবক ও সাহিত্যিক ছিলেন। জীবনে বহুবার শ্রেষ্ঠ শিক্ষক এবং গুণীজন হিসেবে সংবর্ধিত হয়েছিলেন তিনি। এছাড়া সাহিত্যিক, সমাজসেবক, শিক্ষানুরাগী হিসেবে তিনি ফরিদপুর জেলায় স্বনামখ্যাত ছিলেন। দেশের প্রত্যন্ত অঞ্চলে থেকে আজীবন সাহিত্যচর্চা করে তিনি সবার দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছিলেন। তিনি ২০০৬ সালের ১৩ আগস্ট মৃত্যুবরণ করেন।

এমএ হকের সাহিত্যিক চেতনায় লোকজীবন ও লোক-সংস্কৃতির গভীর রূপ এবং আধুনিক জীবনবোধ এ দুয়ের অপূর্ব সমন্বয় ঘটেছে। তার কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ‘যশোর-সাহিত্য-সংঘ’ তাকে ‘কবিরত্ন’ উপাধিতে ভূষিত করে।

এই কবিরত্ন ১৯২৯ সালের ১ জানুয়ারি সাবেক যশোর, বর্তমান ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার ব্যাংকেরচর গ্রামে জন্মগ্রহণ করেন। কামারগ্রাম কাঞ্চন একাডেমি থেকে ১৯৪৮ সালে মেট্রিক পাস করে তিনি খুলনা বিএল কলেজে ভর্তি হন। এই কলেজ থেকে ১৯৫০ সালে আইএ পাস করে একই কলেজে বিএ শ্রেণিতে ভর্তি হন তিনি। কিন্তু বিএ ডিগ্রি লাভের আগেই তিনি শিক্ষকতা পেশায় আত্মনিয়োগ করেন। নিজ এলাকায় তিনি যুক্তিবাদী, পণ্ডিত, শিক্ষানুরাগী এবং ‘কবি সাহেব’ নামে সমধিক পরিচিত। এছাড়াও তিনি একাধিক শিক্ষা-প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন।

এমএ হক ছিলেন পল্লী কবি জসীমউদ্দীন এবং বিখ্যাত সনেটকার সুফী মোতাহের হোসেনের অত্যন্ত স্নেহভাজন। তারা ছিলেন তার সাহিত্যের গুণমুগ্ধ পাঠক ও অনুপ্রেরণাদাতা। তার কাব্য প্রতিভায় মুগ্ধ হয়ে জসীমউদ্দীন ও সুফী মোতাহের হোসেন স্বেচ্ছাপ্রণোদিত হয়ে এমএ হকের ‘এপার-ওপার’ গ্রন্থটির ভূমিকা লিখে দেন। তিনি ছিলেন একাধারে কবি, গীতিকার, প্রাবন্ধিক, ছড়াকার এবং গল্পকার।

তার রচিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে- শুকতারা (কাব্যগ্রন্থ), পথদিশারু (কাব্যগ্রন্থ), এপার-ওপার (লোকগানের সংকলন), কচি মনের খোরাক (পাকিস্তান আমলে প্রাথমিক স্কুল পর্যায়ে দ্রুত পঠন হিসেবে যশোর শিক্ষাবোর্ডে পাঠ্য ছিল), দর্দে নবী (ইসলামি গান), হক-বচন, ছন্দ-বন্ধ-বাগধারা (গ্রন্থটিতে অপ্রচলিত এবং হারাতে বসা অসংখ্য বাগধারাকে তিনি সংকলিত করেন এবং স্কুল-ছাত্রছাত্রীদের উপযোগী করে ছন্দে বাক্য রচনা করেন) দেশের গান (দেশাত্মবোধক গানের সংকলন), দাদুর ছড়া (শিশু-সাহিত্য), স্মৃতিকথা (মুনীর চৌধুরী, ডক্টর এনামুল হক, কবি শাহাদাৎ হোসেন, সৈয়দ আলী আহসান, বিজয় সরকার, কবি আশরাফ আলী খান প্রমুখের সঙ্গে কবির ব্যক্তিগত স্মৃতি নিয়ে রচিত), কাঙ্গাল পথিক (কাব্যগ্রন্থ) এবং মুক্তির গান (সুফি মতবাদী কবিতা)।

এছাড়া ‘যশোরের লোক কবি’, ‘ফরিদপুরের কবি পরিচিতি’ গ্রন্থে তার কবিতা ও জীবনী গ্রন্থিত হয়েছে। সাবেক বাংলা উন্নয়ন বোর্ড, বর্তমান বাংলা একাডেমি থেকে প্রকাশিত প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ সম্পাদিত ‘বাংলাদেশের কবি পরিচিতি’ গ্রন্থেও কবিরত্নের নাতিদীর্ঘ জীবনী গ্রন্থিত হয়েছিল। অন্যদিকে, বাংলা একাডেমি থেকে প্রকাশিত ‘চরিতাভিধান’-এ কবিরত্নের জীবন ও তার কৃতিত্ব অন্তর্ভুক্ত রয়েছে।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :