মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি: রবি চৌধুরী

প্রকাশ | ১৩ আগস্ট ২০২০, ১২:৫৫

বিনোদন প্রতিবেদক

মহামারি করোনা থেকে সুস্থ হয়ে সম্প্রতি বাসায় ফিরেছেন একসময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী। দুই সপ্তাহেরও বেশি সময় ধরে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে করোনার চিকিৎসা করিয়েছেন। এই সময়ের মধ্যে ভয়াবহ এক অভিজ্ঞতা হয়েছে গায়কের। বাসায় ফেরার পর এক প্রতিক্রিয়ায় সেটাই শেয়ার করেছেন গণমাধ্যমে।

রবি চৌধুরী বলেন, ’১৮ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করেছি। মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি। প্রতি মুহূর্তে মনে হয়েছে এটাই বুঝি আমার নেয়া শেষ নিঃশ্বাস। শারীরিক কষ্টের পাশাপাশি যে কী পরিমান মানসিক যন্ত্রণায় ভুগতে হয়েছে, তা ভাষায় প্রকাশ করা যাবে না। দোয়া করি, ভয়াবহ এই ভাইরাস থেকে যেন আল্লাহ অন্য সবাইকে হেফাজত করেন।’

প্রায় তিন সপ্তাহ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থেকে রবি চৌধুরী অবশেষে প্লাজমা থেরাপি নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। দুই দফায় প্লাজমা থেরাপি দেয়া হয়েছে তাকে। তার এমন দুঃসময়ে যারা পাশে থেকেছেন, নানাভাবে সাহস জুগিয়েছেন, প্লাজমা দিয়ে সহযোগিতা করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন রবি চৌধুরী।

এই শিল্পী বলেন, ‘করোনার প্রথম থেকেই সরকারের নির্দেশনা অনুসরণ করে মানুষকে সচেতন করেছি। নিজের লেখা ও সুরে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গানও গেয়েছি। অবশেষে নিজেই সেই কোভিট ১৯-এ আক্রান্ত হলাম। করোনাতে আক্রান্ত হয়ে আমার উপলব্ধি হলো, পৃথিবীর মায়া সবাইকেই ছাড়তে হবে। এটাই চিরন্তন নিয়তি।’

গত ২৬ জুলাই রাতে ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে নিজের করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেন রবি চৌধুরী।  লেখেন, ‘করোনা আমাকে ভালোবেসেছে। তাই কারো ফোন রিসিভ করতে পারছি না। কিছু মনে করবেন না। যদি পারেন দোয়া করবেন, দোয়া চাই। আবার গানে গানে দেখা হবে ইনশাআল্লাহ।’

ঢাকাটাইমস/১৩আগস্ট/এএইচ