শাহজালালে ‘মিক্সার মেশিনে’ মিলল ৩২ সোনার বার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ আগস্ট ২০২০, ১৩:৫৭ | প্রকাশিত : ১৩ আগস্ট ২০২০, ১৩:১৫

দুবাই থেকে ঢাকায় আসা এক যাত্রীর কাছে থাকা মিক্সার মেশিন থেকে ৩২টি সোনার বার (৩ কেজি ৭০০ গ্রাম) জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা।

বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে এসব সোনার বার উদ্ধার করা হয়। আটক করা হয়েছে যাত্রী আলমাস আলীকে। তিনি সকালে দুবাই থেকে বিজি ১৪৮ ফ্লাইটে ঢাকায় আসেন।

ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার (প্রিভেন্টিভ টিম) মো. সোলাইমান হোসেন জানান, সকাল থেকে কাস্টমস কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকেন। গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশির একপর্যায়ে দুবাই থেকে আগত বিজি ১৪৮ ফ্লাইটের যাত্রী আলমাস আলীকে চ্যালেঞ্জ ও তল্লাশি করা হয়। তার ব্যাগ স্ক্যানিং করলে ব্যাগের ভেতরে থাকা দুটি মিক্সার মেশিনের মধ্যে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৩২টি সোনার বার পাওয়া যায়। যার ওজন ৩ কেজি ৭০০ গ্রাম এবং বাজার মূল্য প্রায় ২ কোটি ২২ লাখ টাকা। জব্দ করা স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

ঢাকাটাইমস/১৩ আগস্ট/এসএস/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :