আইপিএলের আগে পিতৃত্ব উপভোগ করছেন হার্দিক

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ আগস্ট ২০২০, ১৩:৫৯ | প্রকাশিত : ১৩ আগস্ট ২০২০, ১৩:৩৭

টিম ইন্ডিয়ার অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়া সদ্য বাবা হয়েছেন৷ আইপিএলে মাঠে নামার আগে পিতৃত্ব উপভোগ করছেন মুম্বাই ইন্ডিয়ান্সের এই ক্রিকেটার ও তার মডেল-অভিনেত্রী পত্নী নাতাসা স্টানকোভিচ। তারা সদ্যজাত সন্তানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই চলেছেন৷

গত মাসের শেষে হার্দিকের সার্বিয়ান স্ত্রী এক পুত্র সন্তানের জন্ম দেন৷ তখন থেকেই এই সেলেব্রিটি দম্পতি টুইটার এবং ইনস্টাগ্রামে লক্ষ লক্ষ ফলোয়ারের জন্য ছেলের আরাধ্য ছবি পোস্ট করে চলেছেন। ছেলের প্রথম ঝলক থেকে এখনও পর্যন্ত তাদের সন্তানের জন্মের ঘোষণা দিয়ে এই দম্পতি সোশ্যাল মিডিয়ায় প্রতি মুহূর্তের আপ-ডেট শেয়ার করেছেন।

বুধবার নাতাসা তার ইনস্টাগ্রামে সদ্যজাত পুত্রের ছবি পোস্ট করেন৷ যেখানে দেখা যাচ্ছে, ছেলের সঙ্গে দুর্দান্ত সময় কাটাচ্ছেন এই ক্রিকেটার পত্নী। সদ্যজাত সন্তানের উদ্দেশে নাতাশা লেখেন, ‘যখন আমি তোমাকে ধরে রাখি, তখন জীবন অর্থবোধ হয়।’

এই ছবিতে বেশ কয়েকটি ইমোজি ব্যবহার করে ছবিগুলোর প্রতি তার ভালোবাসা প্রকাশ করেছেন ভারতীয় দলের এই ক্রিকেটার। তিনি নিজের ছেলের সঙ্গে ইনস্টাগ্রামের গল্পে একটি আরাধ্য ছবিও শেয়ার করেছেন৷ যেখানে তাকে ছেলের একটি আঙুল ধরে থাকতে দেখা গেছে। হার্দিকের জাতীয় সতীর্থ লোকেশ রাহুল এবং টেনিস তারকা সানিয়া মির্জাও পোস্টটি লাইক করেছেন৷

এর আগে সন্তানের জন্মের ঠিক পরেই, হার্দিক তার বাবা হওয়ার কর্তব্য উপভোগ করছেন৷ ভারতীয় দলের এই বোলিং অল-রাউন্ডার তার ইনস্টাগ্রামে ছেলে জন্মানোর পরেই ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘শিশুর ডায়াপার আনতে চলেছি।’

কয়েকদিনের মধ্যেই আইপিএল খেলতে আমিরশাহী পাড়ি দেবেন হার্দিক৷ মুম্বই ইন্ডিয়ান্সের এই অল-রাউন্ডার চোটের কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে রয়েছে৷ তবে এই আইপিএলের হাত ধরে ফের ভারতীয় দলে ঢুকতে মরিয়া চেষ্টা চালাবেন হার্দিক৷ মরু শহরে আইপিএলের ত্রয়োদশ সংস্করণ শুরু হচ্ছে ১৯ সেপ্টেম্বর৷ ফাইনাল ১০ নভেম্বর৷

(ঢাকাটাইমস/১৩ আগস্ট/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের শিরোপা উৎসব

পাকিস্তানি ব্যাটারদের স্ট্রাইকরেটে গুরুত্ব দিতে বললেন শহিদ আফ্রিদি

আজ রাতে হাইভোল্টেজ মিলান ডার্বি, জিতলেই শিরোপা নিশ্চিত ইন্টারের

সবাইকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন অধিনায়ক বাবর আজম

আগামী ২ বছরের জন্য বাংলাদেশের পারফরম্যান্স অ্যানালিস্ট মহসিন শেখ

মিরপুর স্টেডিয়াম ঘুরে দেখলেন আইসিসির প্রতিনিধিদল

হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক আজ, আলোচনা হবে যে ইস্যুতে

এই বিভাগের সব খবর

শিরোনাম :