পাবনায় বাসচাপায় প্রাণ গেল স্কুলছাত্রসহ ৩ অটোযাত্রীর

প্রকাশ | ১৩ আগস্ট ২০২০, ১৫:২০ | আপডেট: ১৩ আগস্ট ২০২০, ১৫:৫৬

নিজস্ব প্রতিবেদক, পাবনা
ফাইল ছবি

পাবনার সুজানগর উপজেলার চিনাখড়া এলাকায় বাসের চাপায় স্কুলছাত্রসহ অটোভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত একটার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের চিনাখড়া বাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সুজানগর উপজেলার আন্ধারকোটা গ্রামের মৃত আবুর কাশেমের ছেলে হারুনুর রশিদ (২৪), সাঁথিয়া উপজেলার হাসানপুর গ্রামের অটোভ্যান চালক ইলিয়াস আলী (৪৭) এবং চিনাখড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও দুলাই ইউপি সদস্য আবুল কালাম আজাদের ছেলে সোহেল রানা (১৬)।

স্থানীয় দুলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান জানান, পাবনা থেকে ঢাকাগামী সি লাইন নামে একটি বাস চিনাখড়া স্কুল এন্ড কলেজের সামনে একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক ইলিয়াস মারা যান। বাকি দুজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলী রেজা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘাতক বাসটি পুলিশ হেফাজতে নিলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে।

ঢাকাটাইমস/১৩আগস্ট/প্রতিনিধি/এমআর