প্রতারণার অভিযোগে যুবলীগ নেতা বহিষ্কার

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ আগস্ট ২০২০, ১৯:৫১ | প্রকাশিত : ১৩ আগস্ট ২০২০, ১৯:৪৮

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা যুবলীগের সহসভাপতি ডি.জে শাকিলকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে এক বিজ্ঞপ্তিতে জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউনুফ জুয়েল ও সাধারণ সম্পাদক একরামুল হক স্বাক্ষরিত চিঠির মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, সু-সংগঠিত ও সু-শৃঙ্খলার সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের নীতি নৈতিকতা পরিপন্থী কর্মকাণ্ডের জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনা মোতাবেক এবং তাড়াশ উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সংসদের সুপারিশের আলোকে সিরাজগঞ্জ জেলা যুবলীগের সিদ্ধান্ত মোতাবেক তাড়াশ উপজেলা যুবলীগের সহ-সভাপতি ডি.জে শাকিলকে সাময়িক বহিষ্কার করা হলো।

প্রসঙ্গত, প্রতারণার অভিযোগে বুধবার বিকালে বগুড়া গোয়েন্দা পুলিশ (ডিবি) পুলিশের হাতে তাড়াশ উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও বারুহাস গ্রামের কাজী গোলাম মোস্তফার ছেলে ডিজে শাকিল (৩২), কুসুম্বী গ্রামের আব্দুল মালেকের ছেলে আইটি এক্সপার্ট হুমায়ূন কবির মিলন (২৮) ও নওগাঁ জেলার মান্দা উপজেলার গাড়ীক্ষেত্র এলাকায় সাইদুর রহমানের ছেলে হারুন রশিদ ওরফে সাইফুল ইসলাম (২৬) গ্রেপ্তার হয়।

এ সময় ইন্টারন্যাশনাল ব্যাংক লোন সার্ভিস সেন্টার (আইবিএল)-এর মাধ্যমে প্রতারণা করে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ১২০১ কোটি ৭২ লাখ ১০ হাজার টাকার ভুয়া চেক, ৫০টির বেশি টাকার অংক ছাড়া স্বাক্ষর করা চেক, সামরিক বাহিনীসহ সরকারি একাধিক প্রতিষ্ঠানের ভুয়া নিয়োগপত্র ও চুক্তিনামা, জাল স্ট্যাম্প ও ড্যামি পেপার, প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন মোবাইল কোম্পানির ৬০টি সিম কার্ড, তাদের নিজস্ব পরিচালিত ২২টি অনলাইন নিউজ পোর্টালের তথ্য এবং আইডি কার্ড, দেশের সুনামধন্য বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ভুয়া নিয়োগপত্র ও পরিচয়পত্র, প্রতারণার কাজে ব্যবহৃত ১২টি ফেসবুক আইডি, ৩৫টি ফেসবুক পেইজ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সিলসহ চিঠি তৈরির ফরমেটসহ ২ টেরাবাইটের হার্ডডিস্ক, প্রিন্টারসহ ৩টি সিপিইউ ও ৩টি মনিটর এবং পূবালী ব্যাংকের সচল ৭টি ব্যাংক একাউন্ট উদ্ধার করে বগুড়া গোয়েন্দা পুলিশ (ডিবি)।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :