ঠাকুরগাঁওয়ে করোনায় বৃদ্ধার মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ আগস্ট ২০২০, ০৭:৪৫

ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনার মোট ১০ জনের মৃত্যু হলো।

এদিকে গত ২৪ ঘন্টায় সদর হাসপাতালের এক চিকিৎসকের পরিবারের দুইজন, একজন ডেন্টাল চিকিৎসকসহ ২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৫৯৬ জন।

সিভিল সার্জন ডা. মাহফুজার রহামান সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হতে সর্বশেষ রির্পোট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় নতুন করে ২৭ জনের শরীরে করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলার ফুটকিবাড়ি গ্রামের আশুরা বেগম (৭৪) দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, রক্তশূন্যতা এবং ক্রনিক কিডনি ডিজিজ রোগে আক্রান্ত ছিলেন।

সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, নতুন আক্রান্ত ২৭ জনসহ মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৫৯৬ জন। এদের মধ্যে ৩০২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আর মারা গেছেন ১০ জন।

ঢাকাটাইমস/১৪আগস্ট/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :