২০২১ বিশ্বকাপের ভেন্যু নিয়ে বিকল্প চিন্তা আইসিসির

প্রকাশ | ১৪ আগস্ট ২০২০, ১১:৩০

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে গিয়েছে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী বছর অর্থাৎ ২০২১ সালে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে চলেছে। কিন্তু সেই বিশ্বকাপ নিয়ে বেশ চিন্তায় পড়ে গিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। করোনা পরিস্থিতি বিবেচনা করে ভারতের পাশাপাশি বিকল্প পরিকল্পনাও ভেবে রাখছে আইসিসি।

ভারতে বর্তমানে করোনা পরিস্থিতি বেশ উদ্বেগজনক। এই পরিস্থিতিতে তাই এবার আইপিএল ভারতের বাইরে সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

তবে যেভাবে পরিস্থিতি এগোচ্ছে তাতে আদৌ ২০২১ সালে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন সম্ভব কিনা তা নিয়ে বেশ চিন্তিত আইসিসি। করোনাভাইরাস এর প্রভাব কম এমন জায়গা শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপ সরিয়ে নিয়ে যাবার ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। আগামী বছর অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসার কথা ভারতে।

(ঢাকাটাইমস/১৪ আগস্ট/এসইউএল)