চুক্তির শেষ দিন অবধি আর্সেনালে থাকতে চাই: ওজিল

প্রকাশ | ১৪ আগস্ট ২০২০, ১১:৩৯

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

আর্সেনালকে তিনি ভালোবাসেন। তাই কবে তিনি ক্লাব ছাড়বেন সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন তিনি নিজে, অন্য কেউ নন। সাফ জানালেন মেসুত ওজিল। কোচ মিকেল আর্তেতা বলছেন ট্যাকটিকাল কারণ। কিন্তু লকডাউন পরবর্তী আর্সেনালের হয়ে একটি ম্যাচেও ওজিলকে দেখতে না পাওয়ার স্পষ্ট কোনও কারণ জানা নেই। এমন সময় আগামী বছর অবধি চুক্তি থাকলেও জার্মান মিডফিল্ডারের আর্সেনাল ছাড়ার ব্যাপারে শুরু হয়েছে গুঞ্জন।

কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে ওজিল জানিয়েছেন, পরিস্থিতি প্রতিকূল হলেও চুক্তি শেষ না হওয়া অবধি আর্সেনালেই থাকবেন তিনি। লকডাউন পরবর্তী সময় আর্সেনালের হয়ে কোনও প্রতিযোগিতায় মাঠে নামেননি তিনি। ২০১৩ সালে রিয়াল মাদ্রিদ থেকে বিশাল অংকের পারিশ্রমিকে গানার্স শিবিরে যোগদান করেছিলেন ওজিল। বর্তমানে সাপ্তাহিক আনুমানিক ৮ লক্ষ ৫৮ হাজার ডলার পারিশ্রমিকে পাওয়া ওজিল খুব কম সময় তাঁর নামের প্রতি সুবিচার করতে পেরেছেন লন্ডনের ক্লাবটিতে। তার উপর করোনা পরবর্তী সময় একটিও ম্যাচ না খেলায় আগামী মরশুমে জার্মান ফুটবলারটির পারিশ্রমিকে কোপ ফেলতে চাইছে ক্লাব।

তবু আর্সেনালে চুক্তির শেষ অবধি থেকে যাওয়ার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ ওজিল। তিনি জানিয়েছেন, ‘আমার অবস্থান খুব স্পষ্ট। আমি চুক্তির শেষ দিন অবধি ক্লাবের সঙ্গে থাকতে চাই এবং এই ক্লাবে আমার যতটুকু দেওয়ার সবটা দিতে চাই। এমন পরিস্থিতি আমায় কখনোই ভাঙতে পারবে না। বরং এমন পরিস্থিতি আমায় আরও শক্তিশালী করে তোলে। আমি আগেও দেখিয়েছি আবারও দেখাতে চাই যে আমি লড়াই করে দলে ফেরার ক্ষমতা রাখি।’

এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কবে ক্লাব ছাড়ব সেটা একান্তই আমার ব্যাপার, অন্য কারও নয়।’

ওজিল আরও বলেন, ‘পরিস্থিতি অত্যন্ত জটিল। কিন্তু আমি আর্সেনালকে ভালোবাসি। আমি ক্লাবের মানুষদের ভালোবাসি। যাদের সঙ্গে আমি দীর্ঘ কয়েকবছর ধরে যুক্ত। সবচেয়ে বড় কথা আমি লন্ডনকে ভালোবাসি। এই শহর আমার ঘরের মতো। গত দুবছরে আমার সঙ্গে যা হয়েছে তাতে আমি মানসিকভাবে শক্ত হয়েছি। আমি কখনও কোনও বিষয়ে হাল ছাড়িনি। আমি ফিট রয়েছি, আমি আমার দলের জন্য লড়াই চালিয়ে যেতে চাই। মাঠে নেমে আমি কী করতে পারি সে ব্যাপারে আমার বিশ্বাস আছে।’

(ঢাকাটাইমস/১৪ আগস্ট/এসইউএল)