বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর: এম এ আউয়াল

প্রকাশ | ১৪ আগস্ট ২০২০, ১৫:১৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর বলে মন্তব্য করেছেন ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল।

শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের একটি মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামী গণতান্ত্রিক পার্টি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এই মন্তব্য করেন তিনি। এ সময় দলের নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

সভাপতির বক্তব্যে এম এ আউয়াল বলেন, ‘বঙ্গবন্ধু দেশের সকল মানুষের অধিকার প্রতিষ্ঠায় অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছেন। প্রত্যেক ধর্ম-বর্ণ-নির্বিশেষে তিনি যে সংগ্রামী ভূমিকা রেখেছেন, সেই সংগ্রামের আলোকেই বাংলাদেশের স্বাধীনতা এসেছে।’

জঙ্গিবাদ আবারও মাথা চাড়া দিচ্ছে জানিয়ে ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান বলেন, ‘ইসলাম ধর্ম হচ্ছে সত্যিকার-অর্থে মানবতার ধর্ম। এই ধর্মে নাশকতার কোনও সুযোগ নেই।’

বঙ্গবন্ধু বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছিলেন উল্লেখ করে এম এ আউয়াল বলেন, ‘তার আদর্শের পথ ধরে তার কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ ধর্মীয় স্বাধীনতার পথ ধরে এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী দেশের সকল মানুষের, সকল ধর্মের মানুষের স্বাধীনতা আর উন্নয়নের জন্য কাজ করে চলেছেন। কোনও মৌলবাদী শক্তি এই অগ্রগতি দমিয়ে রাখতে পারবে না।’

আলোচনা অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করেন ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব আইনজীবী নুরুল ইসলাম খান।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতা উমর ফারুক, মামুন পারভেজ, জগদীশ কর্মকার, মাওলানা শামসুল ইসলাম, মাওলানা আবু বকর সিদ্দীক, নাজিম উদ্দিন খান প্রমুখ।

(ঢাকাটাইমস/০৮আগস্ট/বিইউ/এমআর)