রাজশাহীতে এন্ড্রু কিশোরকে স্মরণ

ব্যুরো প্রধান, রাজশাহী
| আপডেট : ১৪ আগস্ট ২০২০, ২০:৩১ | প্রকাশিত : ১৪ আগস্ট ২০২০, ২০:২৮

প্লে-ব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের স্মরণে প্রার্থনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে রাজশাহী নগরীর সিটি চার্চে এ সভার আয়োজন করা হয়। বিকাল ৪টা থেকে পরিবারের সদস্য, সহকর্মী ও ভক্তরা চার্চে আসতে শুরু করেন। এরপর চার্চের সভা কক্ষে সাড়ে ৪টার দিকে শুরু হয় প্রার্থনা ও স্মরণ সভা

সভায় প্রয়াত এই কিংবদন্তি শিল্পীর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।

প্রার্থনা সভা পরিচালনা করেন সিটি চার্চের ফাদার আশীষ মণ্ডল। পরে স্মৃতি চারণ করেন শিল্পীর স্ত্রী, সন্তান ও বড় বোনসহ সহকর্মীরা।

এন্ড্রু কিশোরের দুলাভাই প্যাট্রিক বিপুল বিশ্বাস বলেন, ধর্মীয় মতে কোনো চার্চের সদস্য মারা গেলে ৪০ দিন পর চার্চের সকল সদস্য তার জন্য প্রার্থনা করি, যেন তার আত্মা ঈশ্বরের কাছে পৌঁছায় এবং শান্তি পায়। এ জন্যই এন্ড্রু কিশোরের জন্য প্রার্থনা করা হচ্ছে।

গত ৬ জুলাই সন্ধ্যায় রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় থাকা বড় বোন ডা. শিখা বিশ্বাসের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর। তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়। পরে ছেলে-মেয়ে অস্ট্রেলিয়া থেকে ফিরলে ১৫ জুলাই এন্ড্রু কিশোরের শেষকৃত্যানুষ্ঠান করে পরিবার। রাজশাহী শহরের কাজিহাটায় থাকা বাংলাদেশ চার্চের কবরস্থানে শিল্পীর পছন্দের স্থানেই তাকে সমাহিত করা হয়।

রাজশাহীতে জন্ম নেওয়া এন্ড্রু কিশোর প্রায় ১৫ হাজার গানে কণ্ঠ দিয়েছেন। আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই শিল্পী ক্যানসারে ভুগছিলেন। গত বছরের সেপ্টেম্বর থেকে তিনি সিঙ্গাপুরেই ছিলেন চিকিৎসার জন্য। শিল্পীর ইচ্ছায় তাকে দেশে আনা হয় এ বছরের ১১ জুন। এরপর ২০ জুন তিনি রাজশাহীতে বড় বোনের বাসায় গিয়ে ওঠেন। সেখানেই জীবনের শেষ সসময় পর্যন্ত সেবা চলছিল তার।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

ভারত থেকে ‘পদ্মশ্রী’ পেলেন বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী বন্যা

শিশুশিল্পী উধাও, পুরস্কারের জন্য খুঁজছেন পরিচালক নূরুজ্জামান

সাংবাদিকদের মারধর: শিল্পী সমিতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নির্বাচিত হয়েই হিন্দি সিনেমা আমদানির বিষয়ে হুঁশিয়ারি দিলেন ডিপজল

‘আম্মাজান’ সুপারহিট হওয়ার পরও কেন সিনেমা ছাড়লেন শবনম?

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, দুঃখ প্রকাশ করে যা বললেন মিশা-ডিপজল

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা

সাবেক স্ত্রী তিন্নির সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়ে যা বললেন হিল্লোল

ক্যানসারের কাছে হেরে গেলেন অভিনেতা অলিউল হক রুমি

শিল্পীদের ফ্রি চিকিৎসাসেবা দেওয়ার ঘোষণা মিশা-ডিপজলের

এই বিভাগের সব খবর

শিরোনাম :