পাকুন্দিয়ায় গাঁজা কারবারির চার মাসের জেল

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ আগস্ট ২০২০, ২১:৪৫

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গাঁজা সেবন ও বিক্রয় করার অপরাধে নিখিল চন্দ্র বর্মণ (২২) নামের এক যুবকের চার মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। শুক্রবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত নিখিল উপজেলার আশুতিয়া গ্রামের জিনেশ চন্দ্র বর্মণের ছেলে।

দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রয় করে আসছিল নিখিল। এতে এলাকার যুব সমাজসহ পরিবেশ নষ্ট হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পুরাতন আশুতিয়া এলাকা থেকে নিখিলকে আটক করে পাকুন্দিয়া থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরে বিকাল ৫টার দিকে নিখিলকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই যুবককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :